Advertisement

পশ্চিমবঙ্গ

মালদা মেডিকেলে নতুন করে ভর্তি ৬৬ শিশু , বাড়ছে আশঙ্কা

মিল্টন পাল
  • মালদা,
  • 18 Sep 2021,
  • Updated 6:38 PM IST
  • 1/7

শিশুদের অজানা জ্বর নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে রাজ্যে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হল। যা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। 
 

  • 2/7

এই নিয়ে গত তিনদিনে মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হল।মোট শিশু বিভাগের ভর্তি রয়েছে ১৩৫ জন শিশু। ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ৬৬ জন।

  • 3/7

এই নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভাইস প্রিন্সিপাল  পুরনজয় সাহা জানিয়েছেন, ভর্তি শিশুদের মধ্যে ৪৮ জন জ্বরে আক্রান্ত। 

  • 4/7

৮ জনের অবস্থা আশঙ্কাজনক।২৪টি পিকু বেড করা হল। আগে ১২ছিল। তার মধ্যে ছয়টি কাজ করতো বাকি ৬টি কাজ করত না। এখন আরও ১২টি বারানো হচ্ছে। 

  • 5/7

অন্যদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার সুষ্মা সাহু জানিয়েছেন যে শিশুটির মৃত্যু হয়েছে সেগুলিকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালে।

  • 6/7

এদিকে উত্তরবঙ্গেও শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়ছে। জলপাইগুড়ি হাসপাতালে এখন ভর্তি ১১৯ জন শিশু। নতুন করে ভর্তি হয়েছে ৩১ শিশু। জলপাইগুড়িতে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

  • 7/7

উত্তরবঙ্গে সরকারি, বেসরকারি হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। তবে কী কারণে জ্বর হচ্ছে, তা এখনও জানা যায়নি। স্বাভাবিকভাবেই আতঙ্কিত অভিভাবকরা। 

Advertisement
Advertisement