Advertisement

কলকাতা

Babul Supriyo and Mamata Banerjee : 'দিদির' পাড়ায় 'বোনের' বিরুদ্ধে প্রচার? বেজায় বিড়ম্বনায় বাবুল

অভিজিৎ বসাক
  • কলকাতা,
  • 20 Sep 2021,
  • Updated 4:49 PM IST
  • 1/14

Babul Supriyo and Mamata Banerjee: বড় বিড়ম্বনায় পড়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। একদিকে 'দিদি' এবং অন্যদিকে 'বোন'। তিনি সদ্য দিদির শিবিরে নাম লিখিয়েছেন। আগে ছিলেন বোনের দলেই। আর বোনের সঙ্গে পরিচয় আগের দলের সূত্রেই।

  • 2/14

দিদি বলতে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বোন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এঁরা আবার সরাসরি একে অপরের প্রতিদ্বন্দ্বী। এখন বাবুল বিজেপি থেকে দূরে। যোগ দিয়েছেন তৃণমূলে।

  • 3/14

ভবানীপুরে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

  • 4/14

প্রিয়াঙ্কা ছিলেন বাবুলের আইনজীবী। বিজেপি যখন তাঁকে প্রার্থী করে তখন দলের সঙ্গে বাবুলের দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। 

  • 5/14

তবে তারপরও তিনি প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। সে সময় তিনি রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন।

  • 6/14

তিনি কি ভবানীপুরে প্রচারে যাবেন? এই প্রশ্নের জবাবে বাবুল জানিয়েছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যা বা না যান, তাতে মুখ্যমন্ত্রীর বিশেষ ফারাক পড়বে না।

  • 7/14

অন্যদিকে, ভবানীপুরে বিজেপির তারকা প্রার্থীদের মধ্য়ে তাঁর নাম মানে বাবুল সুপ্রিয়র নাম ছিল বলে খবর।

  • 8/14

প্রিয়াঙ্কাকে রাজনীতিতে আনার পিছনে বাবুলের বড় ভূমিকা রয়েছে।

  • 9/14

রবিবারও বাবুল প্রিয়াঙ্কার প্রশংসা করেছেন। বলেছেন, প্রিয়াঙ্কা লড়াকু মেয়ে।

  • 10/14

প্রিয়াঙ্কা জানিয়েছেন, বোনের বিরুদ্ধে বাবুলদা প্রচারে আসবেন বলে মনে হয় না।

  • 11/14

সেই সুরই ধরা পড়েছে বাবুলের কথাতেও। তাঁর কথায়, আমি চাইব, দল যাতে আমাকে বিড়ম্বনায় না ফেলে! মানে তিনি ভবানীপুরে দিদির হয়ে বোনের বিরুদ্ধে প্রচারে যেতে নারাজ বাবুল।

  • 12/14

শনিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাবুল যোগ দেন তৃণমূলে। এই ঘটনায় তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে।

  • 13/14

কোনও প্রতিহিংসার রাজনীতি নয়। আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেব। শনিবার তৃণমূলে যোগ দেওয়ার পর এই কথা জানিয়েছেন বাবুল সুপ্রিয়।

  • 14/14

তিনি বলেছিলেন, আমি খুব স্পষ্ট করে বলে দিতে চাই। রাজনীতি ছাড়ব মন থেকে বলেছিলাম। ৭ বছরের যে কঠিন পরিশ্রম, তা ফুলস্টপ এসে গিয়েছিল। জানি না কেন। গান থেকে দূরে সরে গিয়ে কাজ করেছিলাম। শেষ ৩-৪ দিনে হয়েছে এই সিদ্ধান্ত। দিদি, অভিষেকের থেকে বার্তা পাই। তিনি বলেছিলেন, বাংলাকে সেবা করার সুযোগ পেয়েছি। যা দায়িত্ব পাব, তা জানাব। বাংলার মানুষের উন্নতির জন্য কাজ করতে চাই। এদিকে, সোমবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।

Advertisement
Advertisement