প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রেম নিয়ে আলোচনা-চর্চা কোনওটাই কম হয় না।
তবে এইসব চর্চা-ট্রোল-কটাক্ষ সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেরা নিজেদের নিয়ে বেঁচেছেন। বুঝিয়ে দিয়েছেন, সম্পর্কের মূল চাবিকাঠি, পারস্পারিক বোঝাপড়া। তাই কে কী বলল, কী এসে যায়!
তবে এইসব চর্চা-ট্রোল-কটাক্ষ সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেরা নিজেদের নিয়ে বেঁচেছেন। বুঝিয়ে দিয়েছেন, সম্পর্কের মূল চাবিকাঠি, পারস্পারিক বোঝাপড়া। তাই কে কী বলল, কী এসে যায়!
বরাবরই নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা শোভন-বৈশাখী। এবারও তার ব্যতিক্রম হয় ন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বৈশাখী তাঁর ও শোভনের সঙ্গে কিছু ছবি পোস্ট করে জানিয়েছেন তাঁদের একসঙ্গে পথচলার ১৭ বছর পার।
বৈশাখী স্মৃতির পাতা উল্টে সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন, '১৭ বছর আগে এইদিনে আচমকা দেখা হয়েছিল আমাদের।'
বৈশাখী লিখেছেন, 'আচমকাই দেখা হয়েছিল। কিন্তু তোমার প্রেমে পড়া আগে থেকেই নির্ধারিত ছিল। ভালোবাসি।'
শোভন-বৈশাখীর প্রেম বঙ্গ রাজনীতিতে সর্বদাই চর্চিত।
তাঁদের একসঙ্গে থাকা থেকে শুরু করেছে একই রঙের পোশাক পরে প্রকাশ্যে আসা-সবকিছু নিয়েই কথাবার্তা হয়।
তবে সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা বুঝিয়ে দিয়েছেন, ভালোবাসলে অসম্ভবও সম্ভব করা যায়।
সম্প্রতি আদালতে খারিজ হয়ে গিয়েছে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে শোভনবাবুর বিচ্ছেদের মামলা। একইসঙ্গে খারিজ হয়েছে একসঙ্গে থাকতে চেয়ে করা রত্নাদেবীর মামলা।
ফলে শোভন-বৈশাখীর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সেসবকেও ফুৎকারে উড়িয়েছেন এই যুগল। ছবি সৌজন্যে: বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক