Advertisement

কলকাতা

Anubrata Mondal Nakuldana BJP : বিলি হল নকুলদানা-গুড়, বাজল ঢাক, অনুব্রতর গ্রেফতারি 'উদযাপন' বিজেপির

Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2022,
  • Updated 7:07 PM IST
  • 1/15

Anubrata Mondal Nakuldana BJP: গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বীরভূম জেলা সভাপতির বাড়িতে হাজির হয় সিবিআইয়ের এক বড়সড় দল। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও। 

  • 2/15

তার গ্রেফতারির পর রাজ্য়ের বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস দেখা যায় বিরোধী দলের সমর্থকের মধ্যে। বিলি করা হল নকুনলদানা-গুড়। এদিকে, এদিন অনুব্রতকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।

  • 3/15

অনুব্রত বিরোধীদের শাসানি দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। তার বিভিন্ন বাক্য কার্যত হুমকি হিসেবে ধরা হয়েছিল। 

  • 4/15

কখনও বলেছিলেন, চড়াম চড়াম করে ঢাকক বাজবে ভোটের আগে। আবার কখনও বলেছিলেন গুড়-বাতাসা-নকুলদানা দেওয়া হবে। 

  • 5/15

বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিজেপি আক্রমণ করেছে। 

আরও পড়ুন: দশম-দ্বাদশ পাশেই নৌসেনায় চাকরি, ৪৩ হাজার টাকা পর্যন্ত বেতন

আরও পড়ুন: ক্লাস টুয়েলভের বোর্ড পরীক্ষায় গুজরাত দাঙ্গা নিয়ে প্রশ্ন, ক্ষমা চাইল সিবিএসই

আরও পড়ুন: নলেন গুড়-ছানার প্রেমে তৈরি মাখা সন্দেশে মজে বাঙালি

  • 6/15

পাশাপাশি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অংশে বিজেপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে।

  • 7/15

তাঁরা বিভিন্ন জায়গায় অনুব্রত-দাওয়াই প্রয়োগ করেছেন! অর্থাৎ কোথাও বিলি করেছেন নকুলদানা, কোথাও গুড়, জল-বাতাসে। আবার ঢাক নিয়েও বেরিয়ে পড়েছেন অনেক জায়গায়। 

  • 8/15

তেমনই ছবি ধরা পড়েছে কলকাতার বৌবাজার এলাকায় এদিন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

  • 9/15

বিজেপি সদস্য সমর্থকরা জড়ো হয়েছিলেন সেখানে। তাঁদের অনেকের হাতে ধরা ছিল থালা। 

  • 10/15

সেই থালার কোনওটা ভর্তি গুড়ে, কোনওটা বাতাসা, আবার কোনওটা নকুলদানায়।

  • 11/15

পথচলতি মানুষকে তারা তা খাইয়ে দেন। দেখা গিয়েছে গাড়ির চালককেও তারা গুড়-বাতাসা খাইয়ে দিচ্ছেন।

  • 12/15

ভোটের আগে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগে বারবার বিদ্ধ হয়েছেন তৃণমূলের এই নেতা। 

  • 13/15

তবে তার বিরুদ্ধে প্রশাসন কোনও সময় খুব একটা ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এমনই অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন এক সময়ে ভোটের দিন তার গতিবিধি ওপর নজরদারি রেখেছিল।

  • 14/15

এর আগে বেশ কয়েকবার সিবিআই তলব করেছিল তাকে। কিন্তু তিনি মাত্র একবারই হাজির হয়েছিলেন। বারবার সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।

  • 15/15

শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে হল বীরভূমের 'বাহুবলী' নেতাকে।

Advertisement
Advertisement