গত ১২ দিনে ১০ বার বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। লাগাতার পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির কারণে কলকাতার রাজপথে বিক্ষোভে নামল কংগ্রেস। (ছবি- দেবজ্যোতি চক্রবর্তী)
শনিবার কলকাতায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস সমর্থকরা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন।
হাতে টানা রিকশা, ঘোড়ায় চেপে হয় অভিনব আন্দোলন।
শনিবারও বেড়েছে পেট্রোপণ্যের দাম। বিপুল মূল্যবৃদ্ধির চাপে ভোগান্তি মধ্যবিত্ত-গরিব মানুষদের।
মাসের প্রথম দিন ২৫০ টাকা বেড়েছিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। তার মধ্যে হু হু করে বাড়ছে পেট্রোপণ্যের দাম। নাজেহাল সাধারণ মানুষ।
এদিন, অধীর চৌধুরীর নেতৃত্বে রাজভবনের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস সমর্থকেরা। পথে নেমে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন তাঁরা।