Bengal Weather Update Rain Forecast: গরমের কারণে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। বৃষ্টি কবে হবে, সবাই সে দিকে চেয়ে। তবে এখনই আশার কথা শোনাল না আবহাওয়া দফতর। বৃষ্টির জন্য আরও অপেক্ষা করতে হতে পারে। এমনই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আলাদা পরিস্থিতি। সেখানে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে সে সম্ভাবনা কম। ফলে স্বস্তি নেই দক্ষিণবঙ্গের মানুষের।
আরও পড়ুন: কোনও নদী না পেরিয়ে আপনি ঠিক কতদূর হেঁটে যেতে পারেন?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে মধ্য় ভারতে হাইপ্রেশার জোন রয়েছে। কিন্তু বঙ্গোপসাগরে কোনও হাই প্রেসার জোন নেই। তাই পরিস্থিতি খুব একটা অনুকূল নয়।
তারা আরও জানাচ্ছে, শুধু পূর্ব ভারত নয়, সারা দেশের সিস্টেম উল্টো হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে হাই প্রেসার জোন হওয়ার কথা। মধ্য ভারতে ঘূর্ণাবর্ত তৈরি হলে বৃষ্টি হতে পারত। তবে এখন উল্টো।
আরও পড়ুন: Home Loan নেবেন? তৈরি রাখুন এই কাগজপত্র, কাজ হবে জলদি
এই সময় যে সিস্টেম তৈরি হয়, সেগুলো উল্টো হয়ে গিয়েছে। গত দশ দিনে উত্তরবঙ্গ সিকিম ও উত্তর-পূর্ব অংশ বাদ দিয়ে যদি বলা যায় কোথাও বৃষ্টি হয়নি।
দক্ষিণ-পূর্ব বায়ু সিকিম, উত্তরবঙ্গে চল যাচ্ছে। তাই সেখানে বৃষ্টি হচ্ছে। বাংলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের মতো জেলায় বৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: গ্রাহক বন্ধ করলেও চালু থাকে Google Location Sharing? চাঞ্চল্যকর অভিযোগ
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপর একটা ঘূর্ণাবর্ত হয়েছে। এর ফলে কিছু জলীয়বাষ্প আসছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার জন্য দক্ষিণ-পূর্ব, পূর্ব বাতাস লাগে। সেটা মিলছে না। সব চলে যাচ্ছে পাহাড়ের দিকে। মেঘলা আকাশ থাকবে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতায় মেঘলা আকাশ রয়েছে। ফলে তাপমাত্রা কমেছে।
কলকাতার মেঘলা আকাশ। ফলে তাপমাত্রা কমেছে। দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, কলকাতা মেঘলা আকাশ থাকবে। ফলে এই জেলাগুলোতে তাপমাত্রা কমেছে।
কিন্তু পশ্চিমের জেলাগুলোতে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এই পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না।
তার মানে বৃষ্টির জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। তার আগে স্বস্তি নেই।