Advertisement

কলকাতা

Covid19 in WB syllabus: রাজ্যে স্কুলের সিলেবাসে Corona, কোন ক্লাসে জানুন

জ্যোতির্ময় দত্ত
  • কলকাতা,
  • 11 Sep 2021,
  • Updated 4:33 PM IST
  • 1/6

রাজ্য সরকারের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হল Corona ভাইরাস। চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির পাঠ্যক্রম পড়ানো হবে। একাদশ শ্রেণির ' শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিষয়ে Covid অন্তর্ভুক্ত করা হচ্ছে। 

  • 2/6

কী কী পড়ানো হবে? করোনা ভাইরাসের চরিত্র কী, কিভাবে তা সংক্রমিত হয়  ইত্যাদি বিস্তারিত আকারে উল্লেখ থাকবে পাঠ্যক্রমে। এর পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রম এবং তা বিস্তারিত আকারে উল্লেখ করা হতে চলেছে। 

  • 3/6

শুধু তাই নয়, স্বাস্থ্যবিধি সম্পর্কিত প্রোটোকলও অন্তর্ভুক্ত হবে। স্কুল শিক্ষা দফতর সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এতদিন সংক্রমিত রোগ সম্পর্কে সিলেবাসে দেওয়া থাকলেও বিস্তারিতভাবে উল্লেখ ছিল না। 

  • 4/6

সূত্রের খবর করোনা ভাইরাসের পাশাপাশি ম্যালেরিয়া-সহ বিভিন্ন সংক্রমিত রোগগুলিকে বিস্তারিত আকারে বর্ণনা করা হবে সিলেবাসে। 
 

  • 5/6

কেন পাঠ্যক্রমে বিস্তারিতভাবে রাখা হচ্ছে এই বিষয়? রাজ্যের শিক্ষা দফতর চাইছে, করোনা নিয়ে এখন থেকেই সচেতনতা গড়ে উঠুক নতুন প্রজন্মের মধ্যে। তাহলে ভবিষ্যতে সচেতন থাকা যাবে। 

  • 6/6

প্রসঙ্গত, রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্কুল শিক্ষকরা। তবে শুধু আমাদের রাজ্যই নয়, এর আগে একাধিক রাজ্যের সরকার করোনাকে নিজেদের সিলেবাসে অন্তর্ভুক্ত করেছেন। 
 

Advertisement
Advertisement