Advertisement

কলকাতা

শনিবারই আসছে জাওয়াদ! প্রবল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

তপন কুমার নস্কর
  • কলকাতা ,
  • 03 Dec 2021,
  • Updated 11:42 AM IST
  • 1/10

ভারী বৃষ্টি হবে শনিবার। সেই সঙ্গে থাকবে ঝড়ো হাওয়ার দাপট। শনিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব  মেদিনীপুরে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে। উপকূলের  বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া এবং ঝাড়গ্রামে। 

  • 2/10

রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি। সেই সঙ্গে ঝড়ো হাওয়ার গতিবেগ বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম এবং হাওড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি। সেই সঙ্গে ঝড়ো হাওয়ার গতিবেগ বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম এবং হাওড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

  • 3/10

রবিবার বাঁকুড়া, পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান, হুগলি নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদা জেলাতে ও ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার দাপট থাকবে। 

  • 4/10

শুক্রবার সন্ধ্যায় নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার ও রবিবার ঝড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টির সর্তকতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

  • 5/10

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর অভিমুখ হবে উত্তর-পশ্চিম দিকে। শনিবার সকালে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা উপকূলে পৌঁছোবে। সেখান থেকে আবার গতিপথ পরিবর্তন করবে।
 

  • 6/10

পরে এর অভিমুখ হবে উত্তর ও উত্তর পূর্ব দিক। শনিবার দুপুরের পর এটি প্রথমে উত্তর অন্ধপ্রদেশ উপকূল বরাবর এবং পরে উড়িশা উপকূল বরাবর এগোবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিমি বেগে যাবে।

  • 7/10

এর প্রভাবে বাংলার উপকূলে সমুদ্র উত্তাল হবে। শনিবার সকালে সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগ ৬৫ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। মৎস্যজীবীদের সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা জারি রয়েছে। 

  • 8/10

ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়াতে কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের। শুক্রবার আবহাওয়ার পরিবর্তন মেঘলা আকাশ। 

  • 9/10

শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছুটা দক্ষিণ ২৪ পরগনায় আংশিক মেঘলা থাকবে। তবে আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

  • 10/10

পারদ নামার এখনই কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে তাপমাত্রা আরও বাড়বে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
 

Advertisement
Advertisement