Durga Puja Carnival: ২ বছর রেড রোডে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর কার্নিভাল। ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পরে এটাই ছিল প্রথম দুর্গাপুজোর কার্নিভাল। মোট ৯৯টি দুর্গাপুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে একেবারে অন্য মুডে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়তে। কখনও তাঁকে দেখা গেল কাঁসর-ঢাক বাজাতে। আবার কখনও মুখ্যমন্ত্রী আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মেলালেন। (ছবি-পিটিআই)
কার্নিভাল উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছিল রেড রোড চত্বর। এলইডি টিভির ব্যবস্থা হয়েছিল।
প্রত্যেকটি দুর্গাপুজো কমিটি নিজস্ব ট্যাবলো নিয়ে এসেছিল এদিন। চেতলা অগ্রণী, শ্রীভূমি, কলেজ স্কোয়ার, দমদম তরুণ সংঘের মতো বাকি বড় পুজো কমিটিগুলিও এই কার্নিভালে অংশ নিয়েছিল।
পুজো কমিটিগুলি নিজস্ব থিমে সাজিয়ে তুলেছিল ট্যাবলোগুলি। সেই সঙ্গে প্রতিমাও ছিল ট্যাবলোগুলিতে।
মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রীরা। টলিউডের একাধিক তারকাও এদিন উপস্থিত ছিলেন।
বিদেশি অতিথিরাও ছিলেন এই কার্নিভালে। সেই সঙ্গে রেড রোড চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা।
কার্নিভাল উপলক্ষ্যে রেড রোডে ভিড় করেন প্রচুর মানুষ। সেই জন্য যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।