Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Winter Forecast 2022 : দু'দিন পর একধাক্কায় কমে যাচ্ছে তাপমাত্রা, শীত কবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2022,
  • Updated 4:06 PM IST
  • 1/10

দুর্গাপুজো শেষের পর চলে এসেছ লক্ষ্মীপুজো (Kojagari Laxmi Puja 2022)। আর কয়েকদিন পরেই দীপাবলি (Deepawali 2022)। আর দীপাবলি মানেই বলতে গেলে শীতের সূচনা। 

  • 2/10

রাজ্যের কোথাও কোথাও এখনই ভোরের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। ফলে শীতের আগমন নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

  • 3/10

তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, দক্ষিণবঙ্গের (South Bengal) ২-১ জায়গায় আগামী ২৪ ঘণ্টায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। 

  • 4/10

এরপর ১১ থেকে ১৩ তারিখ হতে পারে মাঝারি বৃষ্টিপাত। তবে আগামী ২ দিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন নেই। কিন্তু তারপর পর থেকে ২-৩ ডিগরি কমবে তাপমাত্রা। যদিও শীতের বিষয়ে এখনই কিছু জানায়নি আবহাওয়া দফতর।

  • 5/10

এদিকে উত্তরবঙ্গে (North Bengal) এই সময়ে বৃষ্টি বাড়বে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে ১২ তারিখের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের বেশিরভাগ জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। 

আরও পড়ুনসূর্যের গোচরে দীপাবলির আগেই খারাপ সময় এই রাশিগুলির, জানুন প্রতিকার

  • 6/10

বৃষ্টি হতে পারে মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু জায়গাতেও। এক্ষেত্রে আজ ও আগামিকাল ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। 

  • 7/10

পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে দার্জিলিংয়ের কয়েকটি জায়গাতেও। যার জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে এই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুরেও। সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 

  • 8/10

 ১১ তারিখ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। জারি থাকছে হলুদ সতর্কতা। 

  • 9/10

আর ১২ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ফলে ওইদিন এই জেলাগুলিতে থাকছে হলুদ সতর্কতা। 

  • 10/10

এছাড়া আজ থেকে ১১ তারিখের মধ্যে সিকিমের কয়েকটি জায়গায় হতে পারে ভারী বৃষ্টি, যার জেরে জারি থাকছে কমলা সতর্কতা। 

Advertisement
Advertisement