৩৯ বছরের রেকর্ড ভেঙে প্রবল বর্ষণের সাক্ষী হয়েছে কলকাতা। গোটা শহর কার্যত পুজোর মুখে চলে গিয়েছিল জলের নীচে। জল ঢুকেছিল একের পর এক দুর্গাপুজো মণ্ডপে। ক্ষতি হয়েছে কুমোরটুলিরও। অপেক্ষাকৃত নীচু এলাকায় কোমর কিংবা হাঁটুসমান জল দাঁড়িয়ে যায়। ফলস্বরূপ পসরা সাজিয়ে বসা অংসখ্য দোকানদার কার্যত পথে বসে গিয়েছেন। হাজার হাজার টাকার ক্ষতি হয়েছে তাদের। সব মিলিয়ে তুমুল বৃষ্টি পুজোর মুখে বড়সড় ক্ষতি করেছে শহর কলকাতা থেকে শুরু করে জেলার। সকলেরই প্রশ্ন, পুজোর বাকি দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? ষষ্ঠী থেকে দশমী দুর্যোগের সম্ভাবনা আছে কি?
খুব একটা স্বস্তির খবর মিলল না আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে। শুক্রবার দুপুরে আবহাওয়া দফতর যে স্পেশাল বুলেটিন প্রকাশ করল, তাতে খুব একটা ভাল ইঙ্গিত পাওয়া গেল না। পুজোর শুরুতেই কিছুটা যেন মন খারাপ করা পূর্বাভাস দিল হাওয়া অফিস।
এবার পুজোয় প্রায় প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চতুর্থী থেকে দশমী, রোজই হলুদ সতর্কতা জারি করা হয়েছ। কলকাতার জন্য ওয়ার্নিং না থাকলেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পুজোর ৫ দিনই বৃষ্টি হবে কলকাতায়।
চতুর্থীর সকাল থেকেই কয়ে পশলা বৃষ্টি হয়েছে কলকাতায়। দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। এই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
পঞ্চমীর সকাল থেকে দফায় দফায় কয়েক পশলা ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রপাত এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। রয়েছে হলুদ সতর্কতা। কলকাতাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
ষষ্ঠীর দিন অর্থাৎ দেবীর বোধনেও বৃষ্টিপাত হবে কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রবিবার। তবে জারি থাকবে হলুদ সতর্কতা। তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।
সপ্তমীতে হলুদ সতর্কতা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে। বৃষ্টি হবে কলকাতাতেও। সন্ধ্যায় বজ্রপাতের সম্ভাবনা। তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অষ্টমীর দিন কলকাতার আকাশ মেঘলাই থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায়। জারি থাকবে হলুদ সতর্কতা।
নবমীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনায়। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতায়। তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
দশমীর দিনও কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। হলুদ সতর্কতা জারি থাকবে শহরে। তবে ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাস মিলেছে, পুজোর দিনগুলোয় ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে একাধিক পুজো মণ্ডপ। আগামী ২ দিনের মধ্যে এমনটা হতে পারে বলে পুজো কমিটিগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পাশাপাশি অপেক্ষাকৃত নিচু এলাকায় জল দাঁড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে প্যান্ডেল হপিং কার্যত দুর্বিসহ হয়ে উঠতে পারে বলেই অনুমান। আগামী ২ দিনের মধ্যে এই আশঙ্কা রয়েছে বলে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে হাওয়া অফিস।