Advertisement

কলকাতা

Kolkata Best Durga pandal 2025: কলকাতার সেরা ১০ পুজো, না দেখলে বড় মিস

Aajtak Bangla
Aajtak Bangla
  • 27 Sep 2025,
  • Updated 5:40 PM IST
  • 1/10

প্রতিবারই নজর কাড়ে দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব। এ বছর তাদের থিম 'আত্মশুদ্ধি' অর্থাৎ আত্মার শুদ্ধিকরণ। মানুষের মনের চেতনাকে এবং আত্মাকে জাগাতেই এইরূপ ভাবনা। অন্যান্য বছরের মতো এই বছরও দেবীর সাজ পোশাকে সাবেকিয়ানার ছোঁয়া। ‘আলোর রোশনায়ে ফুটিয়ে তোলা হয়েছে ঘূর্ণীয়মান অগ্নি। এই থিমের মাধ্যমে অন্তরের অসুরকে দমন করে আত্মশুদ্ধি হওয়ার বার্তা দেওয়া হয়েছে। টেরাকোটা ও সোলার সাজে সজ্জিত গোটা মণ্ডপ। 

  • 2/10

প্রাচীন বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম হল - নলিন সরকার স্ট্রিটের দুর্গাপুজো।  এই পুজোর বয়স এবার ৯৩ বছর। পুজোর থিম - 'রূপান্তর'। বর্তমান সমাজে তথা সমগ্র বিশ্বে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নারীশক্তির যে 'রূপান্তর' ঘটেছে, স্ত্রী জাতির সেই অগ্রগতি ও ব্যাপ্তিকেই এই থিমের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপ নির্মাণের অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে - প্লাস্টার অফ প্যারিস, ফোম, কাঠ, দড়ি প্রভৃতি।

  • 3/10

এবার কাশী বোস লেনের পুজোর থিম 'পাকদন্ডী'। লীলা মজুমদারের বিখ্যাত আত্মজীবনীমূলক বইটির নামেই পুজোর থিমের নামকরণ করেছেন উদ্যোক্তারা। শিশুসাহিত্যে লীলা মজুমদারের অবদান উদযাপিত হচ্ছে এই পুজোর থিমে। এবারে ৮৮ বছরে পা দিল কাশী বোস লেনের পুজো।

  • 4/10

প্রতি বছরের মতো এবারও পুজোয় অভিনব থিম নিয়ে হাজির লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবার তাদের প্যান্ডেল রূপ নিয়েছে নিউ জার্সির অক্ষরধাম স্বামী নারায়ণ মন্দিরের। নির্মাণশৈলী, সুবিশাল প্রবেশদ্বার, আর তার দুই পাশে সোনালি কারুকাজখচিত হাতির প্রতিমূর্তি নজর কাড়ছে উদ্বোধনের পর থেকেই। এছাড়াও প্রতিমার হিরের গয়না মণ্ডপের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলেই যেন চোখে ঝিলমিল লেগে যাচ্ছে। পুজোয় সকলেরই ওয়ান স্টপ ডেস্টিনেশন- শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। 

  • 5/10

শিল্পী ভবতোষ সুতারের হাতে তৈরি হয়েছে শতবর্ষে টালা প্রত্যয়ের মণ্ডপ। চার মাস ধরে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলের থিম। আলোকসজ্জাও চোখে পড়ার মতো। শিল্প আর ঐতিহ্যের এক মেলবন্ধন ঘটানো হয়েছে সেখানে। আর গোটাটাই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায়। বীজই যে জীবনের উৎস, সেটাই তুলে ধরা হয়েছে এবারের থিমে। এখানে দুর্গা প্রতিমা একটি গ্রাম্য মহিলার আদলে তৈরি করা হয়েছে। যার হাতে রয়েছে লাঙল। এখানে কোনও অসুর নেই। রয়েছে কৃষি বিলের বস্তা। যার প্রতিবাদেই থিম ভাবনার উৎপত্তি। সেটিকেই অসুররূপে কল্পনা করতে বলা হচ্ছে দর্শকদের। বেলগাছিয়া মেট্রো স্টেশনের একেবারে কাছেই এই মণ্ডপ।

  • 6/10

 ‘অপারেশন সিঁদুর  কেই এবার থিম হিসেবে তৈরি করেছে সন্তোষ মিত্র স্কোয়্যার। গত শুক্রবারই যে পুজোর উদ্বোধন করে গেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর উদ্বোধনের পর থেকেই জনজোয়ার শুরু হয়েছে। লাইট অ্যান্ড সাইন্ডের মাধ্যমে পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যু এবং তারপর ভারতের প্রতিশোধ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'অপারেশন সিঁদুর' তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে। 

  • 7/10

এ বছর ত্রিধারা সম্মিলনীর থিম ‘চলো ফিরি’। ত্রিধারার মণ্ডপের এক দিকে অধিষ্ঠান করে রয়েছেন দেবাদিদেব মহাদেব। একটি উঁচু বেদীতে তিনি বসে। পাশেই রয়েছে একটি মন্দির আর তার মধ্যে রয়েছেন দেবী। গোটা মন্দির, মণ্ডপ জুড়ে দেওয়ালে দেওয়ালে খোদাই করা রয়েছে দেবনগরী লিপি। খোদাই করা রয়েছে কালীমূর্তিও। পাহাড়ি মন্দিরে যেমন পতাকা দেখা যায় রয়েছে তাও।  দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় মণ্ডপে পা রাখলে অনুভূতি হবে যেন চলে এসেছেন অঘোরিদের ডেরায়। ত্রিধারা সম্মিলনীর এ বারের গোটা থিমের ভাবনা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার। বিশেষ চমক অঘোরি ডান্স পারফর্ম্যান্স। 

  • 8/10

সমাজসেবী সঙ্ঘের এই বছরের ভাবনা ‘পথের পাঁচালী ১৯৪৬’। ভাবনায় শিল্পী প্রদীপ দাস। প্রতিমা শিল্পী পিন্টু সিকদার। মণ্ডপের ভিতরে ঢুঁ দিলেই দেখা মিলবে টাইপ রাইটার, বড় লরি এমং প্রেস যন্ত্রের ছবিও। ৪৬-এর দাঙ্গার সময়ে ওপার বাংলার মানুষদের সাহায্য এবং আশ্রয় দিয়েছিলেন সমাজসেবী সঙ্ঘের পাড়ার মানুষজন। ওই পাড়াতেই ছিল ৩ মিলিটারি ক্যাম্প। এগুলির সেই স্মৃতিচিহ্নই যেন বহন করছে এবারের মণ্ডপ। 

  • 9/10

দক্ষিণ কলকাতার অন্যতম আদি পুজোর মধ্যে একটি হল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ৷ এবার প্লাটিনাম জুবিলি উপলক্ষে 'প্রথা' মেনেই চলছে পুজো।  এই 'প্রথা'-র মধ্য দিয়েই ক্লাব কর্তৃপক্ষ তুলে ধরেছে ঐতিহ্য ও আধুনিকতার অদ্ভুত এক মেলবন্ধন। মণ্ডপের চারপাশে দাঁড়িয়ে থাকা আশপাশের পুরনো বাড়িগুলিও হয়ে উঠেছে থিমের অংশ । ফলে দর্শনার্থীরা যখন মণ্ডপে প্রবেশ করবেন, তখন যেন তাঁরা সময়ের স্রোতে পিছিয়ে যাবেন । শুধু মণ্ডপ নয়, দেবীর রূপেও প্রতিফলিত হয়েছে সাবেকি ও বনেদিয়ানার ছোঁয়া ।

  • 10/10

খিদিরপুর অঞ্চলের অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ হল খিদিরপুর পল্লী শারদীয়া। এই ক্লাব এ বার ৮৪ বছরে পা রাখল। আর তাঁদের এ বারের থিম ‘মুখা’। এটি আদতে উত্তরবঙ্গের মালদহ এবং দিনাজপুর অঞ্চলের এক ধরনের নৃত্যশৈলী ‘গম্ভীরা’র ধরন। এই নৃতীয়শৈলীর বিষয়ে কলকাতার মানুষেরা সেই অর্থে তেমন ভাবে জানেন না। সেটাকেই তুলে ধরার চেষ্টা হয়েছে এই মণ্ডপে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement