বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বেশকিছু জেলা ও প্রতিবেশী রাজ্য সিকিম (Sikkim)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, উত্তরবঙ্গের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। সেই সঙ্গে বেড়েছে জলীয় বাষ্প পূর্ণ হাওয়া প্রবেশের পরিমান।
ফলে ১১ ও ১২ তারিখ উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির পরিমান বেশি থাকবে। ১১ তারিখ জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার ও সংলগ্ন সিকিমের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরের ২-১ জায়গায়।
১২ তারিখ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের ২-১ জায়গায় হতে পারে ভারী বৃষ্টি।
ফলে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা যেমন, দার্জিলিং, কালিম্পং ও সিকিমে ধসের আশঙ্কা থাকছে। বাড়তে পারে নদীর জলস্তর। জল জমতে পারে নিচু এলাকাগুলিতে।
১৩ তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, বর্তমানে উত্তরবঙ্গ ও সিকিমে বেড়াতে গিযেছেন বহু পর্যটক। দুর্যোগের ফলে সমস্যায় পড়তে হয়েছে তাঁদের।
অন্যদিকে দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী ২৪ ঘণ্টার হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। কিছুটা বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমের দিকে, যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, সঙ্গে মুর্শিদাবাদে।
তবে কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও ২-১ জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।