Weather Update: ভোর থেকেই তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্ত ভাবে এমন বৃষ্টিপাত আরও কয়েকদিন চলবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তনের খুব একটা সম্ভাবনা আপাতত নেই। ভারী বৃষ্টিপাত আপতত হবে না।
তবে ভ্যাপসা গরম আরও কয়েকদিন বজায় থাকবে। মাঝে মধ্যে হাল্কা- মাঝারি বৃষ্টি হবে।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিগত কয়েকদিন ধরেই মুষলধারে বৃষ্টি চলছে।
জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে এখনই তুমুল বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আগামী ৩-৪ দিন কোনও পরিবর্তন আসবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।