West Bengal Weather Forecast: উত্তরবঙ্গে ইতিমধ্যে প্রবেশ করেছে বর্ষা। এদিকে গুমোট গরমে জ্বলছে দক্ষিণবঙ্গ। গরম থেকে স্বস্তি দিয়ে কবে ঢুকছে দক্ষিণবঙ্গে বর্ষা?
আজ রবিবার, জামাইষষ্ঠী। সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আকাশ কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে। তবে কি আজও গুমোট গরমই সঙ্গী থাকবে সারাদিন? কবে মিলবে বৃষ্টির দেখা?
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সঙ্গে থাকবে দমকা হাওয়া।
আগামী ৫দিন বৃষ্টি বাড়বে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। ফলে উত্তরবঙ্গের ক্ষেত্রে অনেকটা রেহাই।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আজ বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী চার, পাঁচদিনই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কিন্তু বর্ষার দেখা এখনই মিলছে না দক্ষিণবঙ্গে।
ফলে গুমোট গরম, বাতাসে মারাত্মক আর্দ্রতার জেরে ঘাম, এগুলি থাকবেই। গরম থেকে এখনই নিস্তার মিলছে না। তাপমাত্রার কোনও পরিবর্তনও লক্ষ্য করা যাবে না।