Advertisement

কলকাতা

RG Kar Hospital Attack: ছিঃ! বাদ গেল না এমার্জেন্সি ওয়ার্ডও, আরজি কর-এ কতটা তাণ্ডবলীলা? সব PHOTOS রইল

Aajtak Bangla
  • 15 Aug 2024,
  • Updated 11:25 AM IST
  • 1/14

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনা এবার অন্যদিকে মোড় নিল। দেশজুড়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই ১৪ অগাস্ট মধ্যরাতে হঠাত্‍ আরজি কর হাসপাতালে ঢুকে প্রায় ৪০ মিনিট ধরে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। 
 

  • 2/14

যার নির্যাস, আজ অর্থাত্‍ বৃহস্পতিবার আরজি কর মেডিক্যাল কলেজে এমার্জেন্সি পরিষেবাও ব্যাহত। কারণ, দুষ্কৃতীরা এমার্জেন্সি রুমেও ভাঙচুর চালিয়েছে। 
 

  • 3/14

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে দেশের অনেক জায়গায় 'রিক্লেইম দ্য নাইট' নামে প্রতিবাদ শুরু হয়। বাংলায় যে প্রতিবাদের নাম, 'মেয়েরা রাত দখল করো'।

  • 4/14

কিছুক্ষণের মধ্যেই শান্তিপূর্ণ প্রতিবাদ চলাকালীন হঠাত্‍ খবর আসে, আরজি কর হাসপাতালে হামলা চালিয়েছ দুষ্কৃতীরা। 
 

  • 5/14

হাসপাতালের কয়েক কর্মীর অভিযোগ, দুষ্কৃতীরা রড, লাঠি নিয়ে হাসপাতালে ভাঙচুর চালানো শুরু করে। তখন নিরাপত্তায় থাকা পুলিশকর্মীরা পালিয়ে যান ভয়ে।
 

  • 6/14

মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা ব্যারিকেড ভেঙে হাসপাতালের এমার্জেন্সি রুমে প্রবেশ করলে পরিস্থিতি আরও খারাপ হয়। রাত ১২টার দিকে হাসপাতালে ব্যাপক ভাঙচুর করা হয়।
 

  • 7/14

চিকিৎসকদের মারধর করা হয়। হাসপাতাল চত্বরে আন্দোলনরত চিকিৎসকদের প্রতিবাদ স্থলেও দুর্বৃত্তরা ভাঙচুর করে। চেয়ার ও ফ্যান ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে।
 

  • 8/14

ইমার্জেন্সি ওয়ার্ডের ভিতরে কিছু অবশিষ্ট নেই। জানালা, বিছানা থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম সবকিছুই ধ্বংস হয়ে গেছে। 
 

  • 9/14

এমনকী, হাসপাতালের ভেতরে নির্মিত পুলিশ ব্যারাকও গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। বিচারের দাবিতে প্রথমে হাসপাতালের বাইরে স্লোগান দেওয়া হয়।  কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার মানুষ জড়ো হয়।

  • 10/14

এই জনতা হঠাৎ করেই হাসপাতালে হামলা চালায়। যে জরুরি ভবনে একজন নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল সেখানেও হামলা চালানো হয়। ভবনের প্রতিটি কোণায় লুকিয়ে ছিল অপরাধের আলামত। গভীর রাতে একই ভবন ভেঙে ফেলা হয়। 
 

  • 11/14

বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

  • 12/14

কলকাতা পুলিশ বলছে, কিছু অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা আরজি কর মেডিক্যাল কলেজে ভাঙচুর করেছে। 

  • 13/14

প্রায় ৪০ জনের একটি দল বিক্ষোভকারীদের মধ্যে ছিল। এই একই লোকেরা হাসপাতালে হিংসাত্মক হামলা চালায়। এ সময় পুলিশের গাড়ি ও কিছু বাইকও ক্ষতিগ্রস্ত হয়। 
 

  • 14/14

ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করতে হয়।

Advertisement
Advertisement