Advertisement

কলকাতা

Kolkata Metro : সাবওয়ে জুড়বে মেট্রোর বিমানবন্দর স্টেশন-দমদম এয়ারপোর্ট, শুরু কাজ

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Feb 2022,
  • Updated 11:43 PM IST
  • 1/10

Kolkata Metro Bimanbandar Station and Netaji Subhas Chandra Bose International Airport: কলকাতা মেট্রোর মুকুটে আরও একটা পালক জুড়ল বলা যেতে পারে। দমদম বিমানবন্দর এবং মেট্রোর বিমানবন্দর স্টেশনকে জুড়বে যে সাবওয়ে, তার কাজ শুরু হল বুধবার থেকে। 

 

  • 2/10

এর ফলে যখন বিমানবন্দর মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে, তখন যাত্রীদের সুবিধা হবে। 

  • 3/10

বিমানবন্দর থেকে মেট্রো চেপে যাত্রীরা যে কোনও জায়গায় অথবা মেট্রো ধরে বিমানবন্দরে পৌঁছনো বেশ সহজ হয়ে উঠবে। এমনই মনে করা হচ্ছে। 

 

  • 4/10

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং থেকে ভূগর্ভস্থ বিমানবন্দর স্টেশনের সঙ্গে সংযোগকারী পাতাল রেলের নির্মাণ কাজ শুরু হল। বুধবার থেকে সেই কাজ শুরু হয়ে গিয়েছে।

  • 5/10

বিমানবন্দর মেট্রো স্টেশন এবং টার্মিনাল বিল্ডিংকে সংযুক্ত করার প্রস্তাবিত সাবওয়ে হবে ১২.৪০ মিটার চওড়া, ৪.৪০ মিটার উঁচু এবং ১৯৬ মিটার দীর্ঘ। 

 

  • 6/10

যাত্রীদের সহজে প্রবেশ এবং প্রস্থানের সুবিধার জন্য একটি ২৪.৯৬ মিটার দীর্ঘ এবং ১০.৩০ মিটার চওড়া ডিসপারসাল থাকবে। যেখানে দু'টি এস্কেলেটর, একটি লিফট এবং একটি সিঁড়ি থাকবে। 

  • 7/10

এখানে একটি সিঁড়ি দিয়ে একটি লবিও উঠে আসবে।

 

  • 8/10

মেট্রো রেলওয়ে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরাও সাইট পরিদর্শন করেছেন। 

  • 9/10

পৃথিবীর অনেক বড় বড় বিমানবন্দরে এই ব্যবস্থা রয়েছে। মানে মেট্রো রেলের সঙ্গে বিমানবন্দরের সংযোগ।

  • 10/10

সেই পরিষেবা পেতে চলেছে কলকাতা মেট্রোও।

Advertisement
Advertisement