Kolkata Metro Bimanbandar Station and Netaji Subhas Chandra Bose International Airport: কলকাতা মেট্রোর মুকুটে আরও একটা পালক জুড়ল বলা যেতে পারে। দমদম বিমানবন্দর এবং মেট্রোর বিমানবন্দর স্টেশনকে জুড়বে যে সাবওয়ে, তার কাজ শুরু হল বুধবার থেকে।
এর ফলে যখন বিমানবন্দর মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে, তখন যাত্রীদের সুবিধা হবে।
বিমানবন্দর থেকে মেট্রো চেপে যাত্রীরা যে কোনও জায়গায় অথবা মেট্রো ধরে বিমানবন্দরে পৌঁছনো বেশ সহজ হয়ে উঠবে। এমনই মনে করা হচ্ছে।
নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং থেকে ভূগর্ভস্থ বিমানবন্দর স্টেশনের সঙ্গে সংযোগকারী পাতাল রেলের নির্মাণ কাজ শুরু হল। বুধবার থেকে সেই কাজ শুরু হয়ে গিয়েছে।
বিমানবন্দর মেট্রো স্টেশন এবং টার্মিনাল বিল্ডিংকে সংযুক্ত করার প্রস্তাবিত সাবওয়ে হবে ১২.৪০ মিটার চওড়া, ৪.৪০ মিটার উঁচু এবং ১৯৬ মিটার দীর্ঘ।
যাত্রীদের সহজে প্রবেশ এবং প্রস্থানের সুবিধার জন্য একটি ২৪.৯৬ মিটার দীর্ঘ এবং ১০.৩০ মিটার চওড়া ডিসপারসাল থাকবে। যেখানে দু'টি এস্কেলেটর, একটি লিফট এবং একটি সিঁড়ি থাকবে।
এখানে একটি সিঁড়ি দিয়ে একটি লবিও উঠে আসবে।
মেট্রো রেলওয়ে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরাও সাইট পরিদর্শন করেছেন।
পৃথিবীর অনেক বড় বড় বিমানবন্দরে এই ব্যবস্থা রয়েছে। মানে মেট্রো রেলের সঙ্গে বিমানবন্দরের সংযোগ।
সেই পরিষেবা পেতে চলেছে কলকাতা মেট্রোও।