Kolkata Metro Installs Digital Fare Chart Display Board: কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য আরও একটি পরিষেবা যোগ করা হয়েছে। মেট্রো স্টেশনে বসল ডিজিটাল ভাড়া ডিসপ্লে বোর্ড (Digital Fare Chart Display Board)।
আরও পড়ুন: 'অন্য কাউকে আসতে দেব না!' প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকার হুঁশিয়ারি
এক স্টেশন থেকে অন্য স্টেশনে ভাড়া কত, তা জানাবে ওই বোর্ড (Digital Fare Chart Display Board)। এর পাশাপাশি সেখান থেকে কলকাতা মেট্রো (Kolkata Metro)-র আয়ের উপায়ও থাকছে। কারণ ওই সব বোর্ডে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা থাকবে।
তাই টিকিট বিক্রির টাকার বাইরে (নন-ফেয়ার রেভেনিউ) আয়ের নতুন রাস্তা পাওয়া গেল বলে মনে করছে কলকাতা মেট্রো।
এখন মেট্রো (Kolkata Metro)-র যাত্রীরা ডিজিটাল মাধ্যমে ভাড়ার চার্ট দেখতে পারবেন। এগুলো (Digital Fare Chart Display Board) এমন ভাবে বসনো হয়েছে, যাতে সহজে মানুষের চোখে পড়ে।
তিনটি ভাষায় তথ্য থাকবে। বাংলা, হিন্দি এবং ইংরেজি। ডিসপ্লে বোর্ডগুলি সহজে পাঠযোগ্য এবং তথ্যপূর্ণ হবে। ভারতের বৃহত্তম হাসপাতাল চেইন, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল এর সঙ্গে যুক্ত।
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট এবং যতীন দাস পার্ক মেট্রো স্টেশনগুলিতে ইতিমধ্যেই চারটি ঝকঝকে সুন্দর ডিসপ্লে বোর্ড ইনস্টল করা হয়েছে।
আগামী সময়ে ধাপে ধাপে উত্তর-দক্ষিণ মেট্রো করিডরের ২৬টি মেট্রো স্টেশনেই এই জাতীয় ৮১টি ডিজিটাল ফেয়ার ডিসপ্লে বোর্ড ইনস্টল করা হবে।
বিভিন্ন কোম্পানি ডিজিটাল ফেয়ার ডিসপ্লে বোর্ডগুলিতে তাদের বিজ্ঞাপনগুলি প্রদর্শন করতে পারবে। এর পাশাপাশি মেট্রো রেলওয়ের জন্য ভাড়ার বাইরে কোনও খাত থেকে রাজস্ব বাড়বে। মেট্রো প্রাঙ্গন দেখতেও ভাল হবে।
ইতিমধ্যে কলকাতা মেট্রো রেলের স্টেশনগুলিতে স্টেশন, রেক, হ্যান্ডেল চেইন, এএফসি-পিসি গেট, এসকেলেটরের সাইডওয়ালের ব্র্যান্ডিংয়ের কাজে নেমেছিল।
তা ভাল সাড়াও পেয়েছে। এর ফলে মেট্রোর আয়ও হচ্ছে। নয়া এই উদ্যোগটি যাত্রীদের পাশাপাশি কর্পোরেট হাউসদের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করছে কলকাকা মেট্রো।