Advertisement

কলকাতা

Kolkata Metro Installs Digital Fare Chart Display Board: ভাড়া দেখাবে, আয় বাড়াবে মেট্রোর ডিজিটাল ডিসপ্লে বোর্ড

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Feb 2022,
  • Updated 11:06 AM IST
  • 1/10

Kolkata Metro Installs Digital Fare Chart Display Board: কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য আরও একটি পরিষেবা যোগ করা হয়েছে। মেট্রো স্টেশনে বসল ডিজিটাল ভাড়া ডিসপ্লে বোর্ড (Digital Fare Chart Display Board)। 

আরও পড়ুন:  'অন্য কাউকে আসতে দেব না!' প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকার হুঁশিয়ারি

  • 2/10

এক স্টেশন থেকে অন্য স্টেশনে ভাড়া কত, তা জানাবে ওই বোর্ড (Digital Fare Chart Display Board)। এর পাশাপাশি সেখান থেকে কলকাতা মেট্রো (Kolkata Metro)-র আয়ের উপায়ও থাকছে। কারণ ওই সব বোর্ডে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা থাকবে।

  • 3/10

তাই টিকিট বিক্রির টাকার বাইরে (নন-ফেয়ার রেভেনিউ) আয়ের নতুন রাস্তা পাওয়া গেল বলে মনে করছে কলকাতা মেট্রো। 

  • 4/10

এখন মেট্রো (Kolkata Metro)-র যাত্রীরা ডিজিটাল মাধ্যমে ভাড়ার চার্ট দেখতে পারবেন। এগুলো (Digital Fare Chart Display Board) এমন ভাবে বসনো হয়েছে, যাতে সহজে মানুষের চোখে পড়ে। 

  • 5/10

তিনটি ভাষায় তথ্য থাকবে। বাংলা, হিন্দি এবং ইংরেজি। ডিসপ্লে বোর্ডগুলি সহজে পাঠযোগ্য এবং তথ্যপূর্ণ হবে। ভারতের বৃহত্তম হাসপাতাল চেইন, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল এর সঙ্গে যুক্ত। 

  • 6/10

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট এবং যতীন দাস পার্ক মেট্রো স্টেশনগুলিতে ইতিমধ্যেই চারটি ঝকঝকে সুন্দর ডিসপ্লে বোর্ড ইনস্টল করা হয়েছে। 

  • 7/10

আগামী সময়ে ধাপে ধাপে উত্তর-দক্ষিণ মেট্রো করিডরের ২৬টি মেট্রো স্টেশনেই এই জাতীয় ৮১টি ডিজিটাল ফেয়ার ডিসপ্লে বোর্ড ইনস্টল করা হবে।

  • 8/10

বিভিন্ন কোম্পানি ডিজিটাল ফেয়ার ডিসপ্লে বোর্ডগুলিতে তাদের বিজ্ঞাপনগুলি প্রদর্শন করতে পারবে। এর পাশাপাশি মেট্রো রেলওয়ের জন্য ভাড়ার বাইরে কোনও খাত থেকে রাজস্ব বাড়বে। মেট্রো প্রাঙ্গন দেখতেও ভাল হবে।

  • 9/10

ইতিমধ্যে কলকাতা মেট্রো রেলের স্টেশনগুলিতে স্টেশন, রেক, হ্যান্ডেল চেইন, এএফসি-পিসি গেট, এসকেলেটরের সাইডওয়ালের ব্র্যান্ডিংয়ের কাজে নেমেছিল। 
 

  • 10/10

তা ভাল সাড়াও পেয়েছে। এর ফলে মেট্রোর আয়ও হচ্ছে। নয়া এই উদ্যোগটি যাত্রীদের পাশাপাশি কর্পোরেট হাউসদের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করছে কলকাকা মেট্রো। 

Advertisement
Advertisement