Bengal Rain Forecast: শনি এবং রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে তৈরি হওয়া ঘুর্ণাবর্তের জেরে এই বৃষ্টি। শনিবার এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: স্যালারি ৫০ হাজার, তা-ও লাগবে না ট্যাক্স, কী করে? জানুন
এদিন কয়েকটি জেলায় এবং রবিবার সারা রাজ্যে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ডিনারের ঠিকঠিকানা নেই? বাড়বে ওজন, উড়বে ঘুম, সঙ্গে আরও সমস্যা
আজ, শনিবার এবং আগামীকাল, রবিবার পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শনিবার (২৬ ফেব্রুয়ারি) পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এইসব জায়গায় বৃষ্টি হতে পারে।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। সেখানকার দু'টি জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর সে কারণে এই বৃষ্টি।
কলকাতার ক্ষেত্রে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আগামীকাল, রবিবার বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
২৮ ফেব্রুয়ারি থেকে কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দিন কয়েক আগে রাজ্য়ের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছিল।