Advertisement

কলকাতা

Kolkata Metro Rail : মেট্রোয় মকড্রিল, রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Sep 2021,
  • Updated 4:35 PM IST
  • 1/6

যাত্রী নিরাপত্তায় আরও এক পদক্ষেপ কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের (Kolkata Metro Rail)। মেট্রোতে যে কোনও রকম রাসায়নিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে কর্মীদের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য করা হল মকড্রিল।

  • 2/6

এইরকম পরিস্থিতিতে যাত্রীদের কী ভাবে উদ্ধার করতে হবে সেই বিষয়ে এসপ্ল্যানেড স্টেশনে (Esplanade Metro station) মকড্রিল চালাল এনডিআরএফ।

  • 3/6

একইসঙ্গে এই পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদে যাত্রীদের উদ্ধারের জন্য মেট্রো কর্মীদের কী কী পদক্ষেপ করতে হবে সেই বিষয়েও প্রশিক্ষণ দেয় এনডিআরএফ টিম। 

  • 4/6

মূলত যাত্রীদের উদ্ধারের দক্ষতাকে আরও উন্নত করতে এবং মেট্রো কর্মীদের সতর্কতা ও প্রস্তুতি পরীক্ষা করাই এই মকড্রিলের প্রধান উদ্দেশ্য ছিল বলে জানা যাচ্ছে। 

  • 5/6

এই মকড্রিলে অংশ নেন, মেট্রোর পদস্থ আধিকারিক ও বিভিন্ন বিভাগের কর্মীরা। 

  • 6/6

প্রসঙ্গত বিভিন্ন সময় মেট্রোয় যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেইদিক থেকে এই পদক্ষেপ বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন যাত্রীদের কেউ কেউ। 

Advertisement
Advertisement