Advertisement

কলকাতা

Kolkata Metro Sealdah Station : শিয়ালদা মেট্রোর ছাড়পত্র মিলেছে, ১১ জুলাই থেকে পরিষেবা চালু?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2022,
  • Updated 1:54 PM IST
  • 1/12

Kolkata Metro Sealdah Station: কলকাতা মেট্রোর শিয়ালদা স্টেশনে যাত্রী পরিষেবা ১১ জুলাই, সোমবার থেকে চালু হতে পারে। এর আগে তিনবার চালু হওয়ার কথা জানা গিয়েছিল। তবে তা চালু হয়নি।

  • 2/12

জানা গিয়েছে, সেই পরিষেবা চালু করার জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটি অনুমতি দিয়েছে। 

  • 3/12

এর আগে ২৩ জুন শেষ হয়ে যায় কমিশনার অফ রেলওয়ে সেফটির দেওয়ী সময়সীমা। ২৩ মার্চ তার অনুমতি পাওয়া গিয়েছিল।

  • 4/12

তবে তারপর ফের সে জন্য আবেদন করে। নিয়ম অনুসারে অনুমতি পাওয়ার ৩ মাসের মধ্যে তা চালু করে দিতে হয়।

  • 5/12

তবে কলকাতা মেট্রো তা করতে পারেনি। তাই নতুন করে আবেদন করতে হয়েছিল। এবার অনুমোদন চলে এসেছে বলে খবর। 

  • 6/12

মেট্রো রেলের তরফে কোনও দিনক্ষণ এখনও পর্যন্ত জানানো হয়নি। 

  • 7/12

জানা গিয়েছিল, পয়লা বৈশাখ শিয়ালদা মেট্রো স্টেশন চালু হতে পারে। সে সময় আর হয়নি। অন্যদিকে, বড়বাজারে মেট্রোর কাজের জন্য বাড়ি ভেঙে পড়ার অভিযোগের পর এই পরিষেবা চালু নিয়ে প্রশ্ন ওঠে। 

আরও পড়ুন: হালুয়ার বদলে মিষ্টি, এবার বাজেট-রীতিও বদল মোদী সরকারের

আরও পড়ুন: ক্লাস ১০-এ ৫০ শতাংশ নম্বর থাকলে বছরে ১২ হাজার টাকার স্কলারশিপ

আরও পড়ুন: একধাক্কায় অনেকটা দাম বাড়ছে পাঁউরুটির, ঘোষণা বেকারি মালিকদের

  • 8/12

আয় বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেট্রো। আরও বেশি করে নন-ফেয়ার রেভিনিউ (NFR) উপার্জনের জন্য় মেট্রো রেলওয়ে ডিটিডিসি এক্সপ্রেস লিমিটেড  (DTDC)-এর সঙ্গে চুক্তি করেছে। স্টেশন চালুর আগেই সে কাজ সেরে ফেলেছে। 

  • 9/12

কলকাতা মেট্রো রেলওয়ে শিয়ালদহ মেট্রো স্টেশনের দেড় হাজার বর্গফুট জায়গা ডিটিডিসিকে অফার করেছে। ডিটিডিসি স্টেশনের কো-ব্র্যান্ডিংয়ের অধিকার পেয়েছে। এবং স্টেশনের নাম যেখানে থাকবে, সেখানে স্টেশনের নামের সঙ্গে তাদের ব্র্যান্ডের নাম, লোগো (আগে বা পরে) যোগ করতে পারে। তারা স্টেশনের সমস্ত প্রবেশ ও প্রস্থান গেটে তাদের ব্র্যান্ডের লোগো, রং এবং নাম রাখতে পারে।

  • 10/12

ওই সংস্থা ব্র্যান্ডিং/বিজ্ঞাপনের জন্য কলকাতা মেট্রোর এখনকার কাঠামোকে এক রেখে যেখানেই সম্ভব প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর, পিলার, প্রবেশ/প্রস্থান গেটএবং প্ল্যাটফর্মের রপ্রাইম/প্রধান স্থানগুলি ব্যবহার করতে পারবে। 

  • 11/12

এগুলো ছাড়াও DTDC স্টেশনের সবচেয়ে ফ্লোর স্পেসে প্রচারের জন্য তাদের কিয়স্ক বসাতে পারবে। এবং স্টেশনগুলির প্রবেশ/প্রস্থান কাঠামোর পাশাপাশি ভিতরের ব্র্যান্ডিং করার অধিকারও পাবে। এটা কলকাতা মেট্রো রেলওয়ের ১২তম স্টেশন, যেটা কো-ব্র্যান্ড করা হয়েছে।

  • 12/12

এই ধরনের উদ্যোগ আগামী তিন বছরের জন্য যথেষ্ট রাজস্ব আনা যাবে। যা স্টেশনের নান্দনিকতাকেও উন্নত করবে। এমনই মনে করছে মেট্রো। 

Advertisement
Advertisement