Advertisement

কলকাতা

নিউ নর্মালে মাস্ক ও মানুষ! এ বছর কুমোরটুলি পার্ক সার্বজনীন

Aajtak Bangla
  • 23 Oct 2020,
  • Updated 7:57 PM IST
  • 1/5

উত্তর কলকাতার পুজোগুলির মধ্যে কুমারটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো অন্যতম। এই বছর ২৮ তম বর্ষ ছিল তাঁদের।

  • 2/5

এই বছরটা তাঁদের থিম, "চেনা ও অচেনা, যেথায় মিলেমিশে একাকার"। শিল্পী চন্দন পালের ভাবনায় তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ। 

  • 3/5

নিউ নর্মালে মাস্ক মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছে এবং সেই মাস্ককে ঘিরেই এই পুজোর থিম। মাত্র ২৮ দিনে শেষ করা হয়েছে পুরো মন্ডপের কাজ।
 

  • 4/5


বিশ্বব্যাপী করোনার প্রকোপ তুলে ধরতে শুধু পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষ নয়,তুলে ধরা হয়েছে গোটা বিশ্বের মাস্ক। সেখানে যেমন রয়েছে ছৌ - এর মাস্ক, তার সঙ্গে রয়েছে চাইনিজ, টিবেটিয়ান কিংবা ব্রাজিলের মাস্ক।

  • 5/5

অতিমারীতে গোটা পৃথিবীর মানুষ ও মাস্ক, যে ভাবে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে সেটাই তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে।

Advertisement
Advertisement