Advertisement

কলকাতা

Monsoon Bengal : অবশেষে বাংলায় বর্ষা, সোম থেকেই টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jun 2023,
  • Updated 4:15 PM IST
  • 1/10


প্রতীক্ষার অবসান। অবশেষে বর্ষা প্রবেশ করল পশ্চিমবঙ্গে (Monsoon Bengal)। জারি হয়েছে সতর্কতাও। জেলায় জেলায় বৃষ্টির (West Bengal Rain) পূর্বাভাস জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃষ্টি চলবে।

  • 2/10

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, রবিবার উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। তবে তা হয়নি। সোমবার বর্ষা প্রবেশ করে উত্তরবঙ্গের একাধিক জায়গায়। কোথাও কোথাও বৃষ্টিও হয়। 

  • 3/10

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বর্ষা প্রবেশের পরই উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। 

  • 4/10

এই বৃষ্টি এখন চলবে। টানা ৫ দিন। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের নানা জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 

  • 5/10

বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরের কোথাও কোথাও। সেখানেও টানা ৫ দিন চলবে। 

  • 6/10

সুখবর দক্ষিণবঙ্গের মানুষের জন্যও (South Bengal Rain)। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি। তবে বৃষ্টি হবে।

  • 7/10

সোমবার থেকেই বৃষ্টি  হবে। সঙ্গে ঝড়ও। ঝড়ের গতিবেগ থাকবে প্রায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায়। বৃষ্টি বাড়তেও পারে। 

  • 8/10

হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সব জায়গাতেই হবে বৃষ্টি ও ঝড়। আর তা চলবে শুক্রবার পর্যন্ত। 

  • 9/10

আর তার মধ্যেই যদি বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করে তাহলে বৃষ্টি আরও বাড়তে পারে। দু’একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

  • 10/10

আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার কোনও কোনও জায়গাতে তাপপ্রবাহ চলতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

Advertisement
Advertisement