Advertisement

পশ্চিমবঙ্গ

South-North Bengal Weather : বর্ষার বৃষ্টি শুরু উত্তরে, দক্ষিণবঙ্গে কবে থেকে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jun 2023,
  • Updated 4:45 PM IST
  • 1/9


বর্ষা প্রবেশ করলেও অস্বস্তি কাটবে না। বিশেষত দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা মিলবে না বৃষ্টির। কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামতে পারে?

  • 2/9


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এই জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা জারি থাকছে। 

  • 3/9


উপকূলের জেলা ২ মেদিনীপুর, ২ চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। 

  • 4/9

তবে এই জেলাগুলিতে মাঝেমধ্যে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই বৃষ্টি হলেও  অস্বস্তিকর ওয়েদার বজায় থাকবে। 

  • 5/9

কারণ বৃষ্টি হতে পারে বিকেলের দিকে। সর্বনিম্ন তাপমাত্রা যেহেতু একটু বেশি থাকছে সেজন্য রাতের তাপমাত্রাও বেশি থাকবে। 

  • 6/9

আগামী ৫ দিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি  জেলাতে হালকা থেকে মাঝারি ও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

  • 7/9

বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়ডা মালদা ও ২ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

  • 8/9

সোমবারই রাজ্যে প্রবেশ করেছে। তার প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিও শুরু হয়েছে। কিন্তু, দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। 

  • 9/9


সাধারণত উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের কয়েক দিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়ে দক্ষিণবঙ্গে। কিন্তু এখনও দক্ষিণবঙ্গে তেমন কোনও সম্ভাবনা দেখা যায়নি। কিন্তু আবহাওয়াবিদরা মনে করছেন, সামনের সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়বে।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement