Advertisement

কলকাতা

Kolkata Rain Update : বদলে যাচ্ছে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া, আজই বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
  • 05 Jul 2023,
  • Updated 1:17 PM IST
  • 1/9

উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গে রয়েছে। প্যাঁচপেচে গরমে ঘামছে কলকাতা, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও মুর্শিদাবাদের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলি। 
 

  • 2/9

এমন আবহাওয়া কতদিন চলবে তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের মনে। কবে মিলবে গরম থেকে মুক্তি? 

  • 3/9

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে বৃষ্টিও হবে। 

  • 4/9

হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে। কখনও কখনও রৌদ্রের দেখা মিলবে। আবার বৃষ্টিও হবে।

  • 5/9

কখন বৃষ্টি হবে ? হাওয়া অফিসের তরফে এই নিয়ে নির্দিষ্টভাবে সময় বলে দেওয়া হয়নি। তবে জানানো হয়েছে, দিন ও রাতের যে কোনও সময় বৃষ্টি হতে পারে। 

  • 6/9

আর সেই বৃষ্টি হাল্কা ও মাঝারি হতে পারে। এমনকী বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। 

  • 7/9

হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। তাপমাত্রার হেরফের হবে। 

  • 8/9


আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।  

  • 9/9

প্রসঙ্গত, দুই বঙ্গেই বর্ষা প্রবেশ করেছে আগেই। তবে এখনও দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। কিন্তু, সেই গরম থেকে রেহাই দিতে আজই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement