৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। সেদিন কেমন থাকবে আবহাওয়া ? তা নিয়ে পূর্বাভাস জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভোটের দিন রাজ্যেক কোনও জেলায় ভারী বৃষ্টি হবে আবার কোথাও মাঝারি।
কোন জেলায় কেমন বৃষ্টি হবে ? হাওয়া অফিস জানিয়েছে, এখন থেকে ৫ দিন উত্তরবঙ্গে টানা বৃষ্টি হবে। তা এখনই কমবে না।
বিশেষ করে উপরের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও কার্শিয়াঙে ৫ দিন বৃষ্টি জারি থাকবে।
তবে নিচের ৩ জেলাতে বৃষ্টি একটু কম থাকবে। উত্তর দিনাজপুর ও মালদায় তুলনামুলক কম হবে বৃষ্টি।
৮ তারিখ অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের দিন বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ থাকবে মাঝারি ও ভারী।
১১ তারিখ অর্থাৎ গণনার দিন বৃষ্টি আরও বাড়বে। সেটাও উত্তরবঙ্গের উপরের ৫ জেলায়। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে হাল্কা ও মাঝারি।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশাল কোনও পরিবর্তন হবে না।
এখন যেমন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, তেমনই চলবে। কলকাতা, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া প্রায় সব জেলাতেই একই থাকবে আবহাওয়া।
৮ তারিখ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা উঠবে না ৩৫ ডিগ্রির বেশি। খুব গরম থাকবে না।