Advertisement

কলকাতা

PHOTOS: বাগুইআটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 20 Sep 2021,
  • Updated 11:47 AM IST
  • 1/8

ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমী অক্ষরেখা, তার জেরে রাতভর বৃষ্টি শহরে। আর এই টানা বৃষ্টিতে ভেঙে পড়লো একটি পুরনো বাড়ির একাংশ।
 

  • 2/8

বাগুইআটি পূর্ব নারায়ণতলা এলাকার ভেঙে পড়ে বাড়ির একাংশ।
 

  • 3/8

আজ ভোরে ভেঙে পড়ে পুরনো বাড়ির একাংশ।
 

  • 4/8

বাড়ির মধ্যে আটকে পড়  ছ’টি পরিবার।

  • 5/8

তবে তৎপরতার সঙ্গে তাঁদের উদ্ধার করে বিধাননগর পৌরনিগমের কর্মীরা।

  • 6/8

খবর পেয়েই ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। 

  • 7/8

বাড়ির এক বাসিন্দা বলেন, "আমরা অনেক আগে থেকেই এখানে আছি। সরকারও এটা  জানে। আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। অন্য কোন বিকল্প থাকলে আমরা অবশ্যই এখান থেকে সরে যাব। হঠাৎ এই ঘটনা ঘটল। আমাদের থাকার জন্য কোন আশ্রয়ের ব্যবস্থা করা হলে  খুশি হব। আমাদের ছয়টি পরিবার এখানে আটকে আছি। "

  • 8/8

তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
 

Advertisement
Advertisement