Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Update: ভাসছে চারদিক, কবে থেকে কমবে বৃষ্টি? হাওয়া অফিসের পূর্বাভাস

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 20 Sep 2021,
  • Updated 2:10 PM IST
  • 1/13

আজ দিনভর বৃষ্টি চলবে। বলছে হাওয়া অফিস। দফায় দফায় ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। 
 

  • 2/13

 উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গ সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে সোমবার সপ্তাহের প্রথম দিন  সারা দিন বৃষ্টি চলবে। 

  • 3/13

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলায়। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি।  
 

  • 4/13

আবহাওয়া দফতরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। পাশাপাশি, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 
 

  • 5/13

গতকাল মাঝরাত থেকে  টানা বৃষ্টিতে সকাল থেকেই শহরের রাস্তাঘাটে জল জমতে শুরু করে। কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল জমায় বাসস্টপ কিংবা মেট্রোস্টেশন পর্যন্ত মিনিট খানেকের হাঁটাপথও পেরনো অসম্ভব মনে হচ্ছে।
 

  • 6/13

জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বর্তমানে তা উত্তর ওডিশা, বাংলা ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। সেখান থেকেই বজ্রগর্ভ মেঘ হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। উত্তর ওডিশা ও বাংলার উপকূলে এর প্রভাব বেশি থাকবে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর-দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

  • 7/13

রবিবার বিকেল থেকেই মেঘলা ছিল আকাশ। রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়। সোমবার সকালেও মেঘলা আকাশের সঙ্গে  প্রবল বৃষ্টি চলতে থাকে। এদিন সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায়। 
 

  • 8/13

এদিন  সর্বনিম্ন তাপমাত্রা ২৫  ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি। দুটোই স্বাভাবিকের নীচে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯  শতাংশ। গত ২৪  ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ১১৭.২ মিলিমিটার।
 

  • 9/13

কলকাতা শহরে বৃষ্টিপাতের পরিমাণ (মিলিমিটারে)
মানিকতলা ৮১ 
বীরপাড়া ৮৭ 
বেলগাছিয়া ৮৩ 
ধাপা ১২৭
তপসিয়া ১০৩
 উল্টোডাঙ্গা ১০৯ 
পামার বাজার ১০০
ঠনঠনিয়া ৮১
 বালিগঞ্জ ১০১
 মোমিনপুর ১০০
চেতলা ৯৩
 যোধপুর পার্ক ৯৫
 কালীঘাট ১০৭
গড়িয়া ৬৬
পাতিপুকুর ৭৭
জিন্জিরা বাজার ৬৬
 বেহালা ৮০

  • 10/13

সল্টলেকের একাংশ ও সেক্টর ফাইভে  প্রবল বর্ষণের জেরে জল দাঁড়িয়েছে।

  • 11/13

দক্ষিণবঙ্গ যেখানে কার্যত বানভাসী, সেখানে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আলিপুরদুয়ার ও কোচবিহারে কোনও কোনও জায়গায় ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে । এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। শুধু সোমবারই নয়, মঙ্গলবারও বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বর্ষণের পূর্বাভাস তেমনভাবে কিছু নেই উত্তরবঙ্গে। 
 

  • 12/13

তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই আশা করছে হাওয়া অফিস।  মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। 

  • 13/13

পরের সপ্তাহে রবিবার ও মঙ্গলবার দুটি সিস্টেম তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর কতটা প্রভাব পড়ে দক্ষিণবঙ্গে তার উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement