Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ! সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মত্‍স্যজীবীদের

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2021,
  • Updated 5:02 PM IST
  • 1/9

উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এই নিম্নচাপটি  তৈরি হয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী তিন-চার দিন।
 

  • 2/9

হাওয়া অফিস বলছে উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের  সম্ভাবনা। বেশি বৃষ্টি হবে ৭ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার।  উপকূলীয়  জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪  পরগনা, পশ্চিম মেদিনীপুর,ঝারগ্রামে বৃষ্টি বেশি হবে।
 

  • 3/9

এছাড়া দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার।
 

  • 4/9

৮ সেপ্টেম্বর বুধবার  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

  • 5/9


 মঙ্গলবার উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। দার্জিলিং ও কালিম্পংয়ের ক্ষেত্রে  ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • 6/9

 ৮ সেপ্টেম্বর বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

  • 7/9

নিম্নচাপ যেহেতু সমুদ্রে তৈরি হয়েছে তাই মঙ্গলবার সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে।
 

  • 8/9

৭  তারিখের পর থেকে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।

  • 9/9

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগের মতোই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে,  থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।


 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement