Advertisement

কলকাতা

Beck Bagan Protest: বাংলাদেশে হিন্দু হত্যা, রণক্ষেত্র কলকাতা, কী ঘটল? রইল সব ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2025,
  • Updated 4:41 PM IST
  • 1/10

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর সেই ঘটনার বিক্ষোভ দেখাতে গিয়ে আজ ধুন্ধুমার কাণ্ড হয় কলকাতার বেকবাগানে।

  • 2/10

বেকবাগানের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে আজ প্রতিবাদ দেখাতে থাকে বিভিন্ন হিন্দু সংগঠন। তারপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। পুলিশের সঙ্গে লড়াইতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীদের একাংশ।

  • 3/10

সেখানে স্লোগান দিতে শুরু করে বিক্ষোভকারীরা। তাদের মুখ থেকে শোনা যায় 'হিন্দুদের রক্ত, হবে না তো ব্যর্থ'-এর মতো স্লোগান।

  • 4/10

এছাড়া সেখানে পোড়ানো হয় কুশপুতুল। পাশাপাশি বাংলাদেশের পুলিশকে দালালও বলা হয়। যদিও পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে।

  • 5/10

বিক্ষোভরত মানুষজন দু'টি ব্যারিকেড ভেঙে ফেলে। তারপরই শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এমনকী লাঠিচার্জ শুরু হয়ে যায়।

  • 6/10

বিক্ষোভকারীর একাংশকে চ্যাংদোলা করে সরিয়ে করে দেওয়া হয়। কাউকে আবার ধাক্কা দিয়েই বের করে দেওয়া হয় ওই জায়গা থেকে।

  • 7/10

পুলিশের সঙ্গে এহেন সংঘর্ষে একাধিক আন্দোলনকারী রক্তাক্ত হয়ে যান বলে অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে এই বিষয়টা সম্পর্কে এখনও মুখ খোলা হয়নি।

  • 8/10

পরিস্থিতি সামলাতে পুলিশ মাইকিং শুরু করে দেয়। এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এখন আইনশৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে।

  • 9/10

প্রসঙ্গত, বিশ্ব হিন্দু পরিষদ এ দিন শিয়ালদা স্টেশনে বিক্ষোভ দেখানো শুরু করে। সেখানে থেকে মিছিল করে এগিয়ে যায় বেকবাগানের দিকে।

  • 10/10

সেখানে পৌঁছে যাওয়ার আগেই পুলিশ তাদের আটকে দেয়। তবে ব্যারিকেড ভেঙে ফেলার পরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

Advertisement
Advertisement