Advertisement

কলকাতা

Weather : ঘূর্ণাবর্ত-মৌসুমী অক্ষরেখার দাপট, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি; কোন কোন জেলা ভাসবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Aug 2023,
  • Updated 11:46 AM IST
  • 1/10

আবহাওয়া নিয়ে বড় আপডেট। দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জারি হয়েছে সতর্কতাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মৌসুমী অক্ষরেখা সক্রিয় দক্ষিণবঙ্গে। বাংলাদেশ তৈরি ঘূর্ণাবর্ত। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। 

  • 2/10

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিও হবে। আকাশ মেঘলা থাকবে। আগামী ২৪ ঘন্টায় কার্যত রেইনি ডে। 

  • 3/10


দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কার্যত রেইনি ডে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিমী ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই চার জেলা ছাড়া সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

  • 4/10


তবে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

  • 5/10

রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। মূলত মেঘলা আকাশ এবং বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

  • 6/10

তবে সোমবার থেকে পরবর্তী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। অস্বস্তি বাড়বে। একইসঙ্গে  দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। 

  • 7/10


তবে বৃষ্টির জেরে কার্যত খারাপ অবস্থা উত্তরবঙ্গের। গত ২৪ ঘণ্টাতে উত্তরবঙ্গের মাটিগাড়া তেই শুধু ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং শিলিগুড়িতে ২১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 
 

  • 8/10

ঝালং ও চম্পাসারিতে ২০০ মিলিমিটার এবং দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দেড়শ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গাজোলডোবা ও জলপাইগুড়িতে ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। লাভ হাতে ১৩০ মিলিমিটার এবং কালিম্পং ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

  • 9/10

প্রবল বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি  ও আলিপুরদুয়ার জেলায়। এর জেরে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। শস্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমবে।

  • 10/10


কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। শনি ও রবিবার দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা। 

Advertisement
Advertisement