আবহাওয়া নিয়ে বড় খবর। ভরদুপুরে বৃষ্টিতে ভিজল কলকাতা। মঙ্গলবার আচমকা বৃষ্টি নামে কলকাতায়। বেশ কিছুক্ষণ মুষলধারে বৃষ্টি হয়। তার মধ্যেই আবহাওয়া নিয়ে বড়সড় বদলের ইঙ্গিত।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৯ তারিখ অর্থাৎ আজ মঙ্গলবার দুই দিনাজপুর ও মালদাতে বৃষ্টি হবে। সঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে গরম।
গত দুই-এক দিনে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সেই বৃষ্টি আরও কয়েকটি জেলায় হবে। তবে কাল অর্থাৎ বুধবার কোথাও বৃষ্টি হবে না।
বরং আবহাওয়া থাকবে শুষ্ক। বাড়বে গরম। অস্বস্তিও। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকলেও দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে তাপমাত্রা বাড়বে।
তবে বৃহস্পতিবার আবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। আবার দুই ২৪ পরগনাতেও বৃষ্টি হতে পারে। হাওড়া ও হুগলিতেও বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। আগামী কয়েকদিন বহাল থাকবে তাপমাত্রা, অস্বস্তিকর গরম। এই মুহূর্তেই স্বস্তি পাওয়া যাবে না।