Advertisement

কলকাতা

ফেয়ারলিতে শ্রমজীবী ক্যান্টিন, বিনামূল্যে মাছ-ভাত

জ্যোতির্ময় দত্ত
  • কলকাতা,
  • 14 Jul 2021,
  • Updated 4:57 PM IST
  • 1/5

পূর্ব রেলের ফেয়ারলি প্লেসের দফতরেই (Fairlie Place Railway Office) চুক্তিভিত্তিক শ্রমিকদের জন্য চালু হল শ্রমজীবী ক্যান্টিন (Sramajibi Canteen)। 

  • 2/5

সারা ভারতবর্ষে বর্তমানে রেলের কর্মী সংখ্যা প্রায় ১২ লক্ষ। এছাড়াও সাড়ে ৬ লক্ষ চুক্তিভিত্তিক ঠিকা কর্মী রয়েছেন। এমনিতেই লকডাউনের জন্যে নাভিশ্বাস উঠেছে প্রান্তিক খেটে খাওয়া মানুষের। তার ওপরে বিভিন্ন ক্ষেত্রের এই ঠিকা কর্মীরা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। এছাড়া তাঁদের নেই পিএফ বা ইএসআই-এর সুবিধাও। 

  • 3/5

এই পরিস্থিতিতে ইআরএমইউ কলকাতা শাখা ১-এর উদ্যোগে চালু হল শ্রমজীবী ক্যান্টিন। মঙ্গলবার এই শ্রমজীবী ক্যান্টিনের উদ্বোধন করেন ইআরএমইউ-এর সম্পাদক অমিত ঘোষ।

  • 4/5

এখানে বিনামূল্যে প্রায় ৫০-৬০ জন চুক্তিভিত্তিক কর্মীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই প্রসঙ্গে ইআরএমইউ এর সহ সাধারণ সম্পাদক অশোক গুহ জানান, আপাতত নিয়মিত চলবে এই শ্রমজীবী ক্যান্টিন। খাবারের মধ্যে থাকছে ভাত, ডাল, সবজি এবং মাছ। 

  • 5/5

স্থায়ীরেল কর্মীদের সহযোগিতায় এই ক্যান্টিন তাঁরা চালিয়ে যাবেন বলে জানান অশোক ঘোষ। একইসঙ্গে খেটে খাওয়া মানুষের জন্য বিভিন্ন জায়গায় আরও বেশি করে শ্রমজীবী ক্যান্টিন চালু করার কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি। 
 

Advertisement
Advertisement