দিলীপ ঘোষ। রাজ্য BJP-র সভাপতি। আবার রাজ্য রাজনীতির অন্যতম বিতর্কিত ও চর্চিত চরিত্রও বটে। তাঁকে মূলত বিতর্কিত মন্তব্য করতেই এতদিন দেখেছে রাজ্যবাসী। তবে তিনি যে ছবি তুলতে ভালোবাসেন সেই কথা নিশ্চয় অজানা ছিল অনেকেই কাছেই। তবে দিলীপ ঘোষ নিজেই ছবি তুলে নিজের 'প্রতিভা' তুলে ধরেছেন।
আসলে গতকাল নিজেই দুটি ছবি ট্যুইটারে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি। সূর্যাস্তের সেই দুটি ছবির ক্যাপশনে লিখেছিলেন, 'মাঝে মাঝে সূর্যাস্তকেও উপভোগ করতে হয়। কারণ, অস্তাগামী সূর্য বলে দেয় নতুন ভোর হবে।'
এদিকে এই ছবি পোস্টের পরপরই দিলীপ ঘোষকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য ভেসে আসতে থাকে। একজন লেখেন, 'আপনার আর কী কী প্রতিভা আছে?? রাজ্যবাসী জানতে চায়!মাননীয়া ছবি আঁকায় পারদর্শী!!!' আবার আর একজনের মন্তব্য, 'আপনি কি এর মধ্যেও সোনা খোঁজার চেষ্টা করছেন?'
প্রসঙ্গত, মঙ্গলবার বর্ধমান থেকে কলকাতায় ফেরার পথে সূর্যাস্তের ছবি তুলেছিলেন দিলীপ ঘোষ। আর সেই ছবির ক্যাপশন দেখেই অনেকে অনেক কথা বলতে শুরু করেন। নতুন ভোর বলতে কী বোঝাতে চাইছেন দিলীপ ঘোষ, সেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
তবে আপাতত ছুটিতে রয়েছেন দিলীপবাবু। আজ থেকে ৫ দিনের জন্য ছুটি নিয়েছেন। গিয়েছেন কাশ্মীর ভ্রমণে। কাশ্মীর ঘুরে তিনি দিল্লিতে ফিরবেন ১৯ জুলাই। দিল্লিতে ফিরেই সংসদের অধিবেশনে যোগ দেবেন।