Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: উত্তরবঙ্গে কাল থেকে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 09 Aug 2021,
  • Updated 5:40 PM IST
  • 1/8

হাওয়া অফিস বলছে  মৌসুমী অক্ষরেখা গতি পরিবর্তন করবে এবং আরও উত্তরের দিকে সরার সম্ভাবনা রয়েছে। সেই কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প  উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

  • 2/8

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১০ থেকে ১৫ তারিখের মধ্যে  উত্তরবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

  • 3/8

মঙ্গলবার কুচবিহার ও আলিপুরদুয়ার উত্তরের এই  দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বাকি জেলাগুলি যেমন,  দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং- এইসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
 

  • 4/8

উত্তরের ওপরের পাঁচটি জেলায় মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নীচের  দিকে যে জেলাগুলি রয়েছে তার মধ্যে মালদা ও দুই  দিনাজপুর শুধুমাত্র ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
 

  • 5/8

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গেও বাড়েব বৃষ্টি। বেশি বৃষ্টি হবে ১১ ও ১২ তারিখ। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে   মুর্শিদাবাদ,নদিয়া এবং বীরভূমে।
 

  • 6/8

বুধবার মুর্শিদাবাগ ছাড়াও নদিয়া, বীরভূম,পশ্চিম বর্ধমান এবং দুই চব্বিশ পরগনাতে   ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
 

  • 7/8

 উত্তরবঙ্গের যেহেতু বৃষ্টি  বেশি হবে সেই কারণেই  নদীগুলিতে জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এবং কিছু কিছু জায়গায় ধস নামার সম্ভাবনা থাকছে।
 

  • 8/8

  আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া থাকবে অন্যদিনের মতোই। আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।


 

Advertisement
Advertisement