Advertisement

কলকাতা

অটোর লাইনে থার্মাল চেকিং, চলছে স্যানিটাইজেশন, দেখুন বিধাননগরের ছবি

  • 1/5

চালু হল লোকাল ট্রেন। স্বাভাবকি ভাবেই ভিড় বেড়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে নিজেদের উদ্যোগেই পদক্ষেপ করলেন বিধাননগরের অটোচালকরা। অটোয় ওঠার আগে থার্মাল গান দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে যাত্রীদের দেহের তাপমাত্রা। পরীক্ষার পরেই দেওয়া হচ্ছে অটোতে ওঠার ছাড়পত্র।

  • 2/5

শুধু যাত্রীদের তাপমাত্রা পরীক্ষাই নয় পিপিই কিট পড়ে এক ব্যক্তি জীবাণুমুক্ত করছেন অটোগুলিকেও।
 

  • 3/5

অটোচালকদের এই উদ্যোগকে সাধুবাদ দিচ্ছেন যাত্রীরা। এক যাত্রী জানাচ্ছেন, "অটো নিত্যযাত্রার একটি অংশ। এতে অফিস যাওয়ার খরচ কমে। সেক্ষেত্রে এগুলি জীবাণুমুক্ত করাটা খুবই ভাল উদ্যোগ।"

  • 4/5

আরও এক যাত্রী জানাচ্ছেন, "ট্রেন পরিষেবা শুরু হয়ে গেছে। জীবাণুমুক্তকরণের ব্যবস্থা চলছে। পুরনো ভাড়াই নিচ্ছেন অটোচালকরা। সবই ঠিকঠাক। তবে কতদিন এই ব্যবস্থা থাকবে তা নিয়ে রয়েছে প্রশ্ন।"

  • 5/5

এবিষয়ে এক অটোচালক জানাচ্ছেন,"লোকাল ট্রেনের পরিষেবা শুরু হল। মাস্ক দেওয়া হচ্ছে। পাশাপাশি অটোগুলিকে জীবাণুমুক্ত করা হচ্ছে এবং থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হচ্ছে যাত্রীদের দেহের তাপমাত্রা। এর ফলে যাত্রী ও অটোচালক উভয়েরই সুবিধা হবে বলে মনে করছেন তিনি।"
 

Advertisement
Advertisement