Advertisement

কলকাতা

Weather West Bengal : হু হু করে কমবে তাপমাত্রা, রাজ্যের কোন কোন জেলা ঠান্ডায় কাঁপবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Dec 2023,
  • Updated 2:42 PM IST
  • 1/10

রাজ্যের আবহাওয়া নিয়ে বড় আপডেট। এমনিতেই এখন ঠান্ডায় কাঁপছে রাজ্য। বিশেষ করে দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলো। তারই মধ্যে আবহাওয়ার বড় আপডেট। ফের কমবে শীত। 
 

  • 2/10

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যে ফের কমবে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার দাপট থাকায় দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধবার ফের পারদ-পতনের সম্ভাবনা রয়েছে।সোমবার কলকাতার তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। তবে মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা কমতে পারে। 

  • 3/10

আবহাওয়া দফতর সূত্রে খবর,কলকাতার তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গে ও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা হু হু করে কমছে। তবে মঙ্গল ও বুধবার সেই তাপমাত্রা আরও কমতে পারে। 

  • 4/10

দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই সব জেলাগুলোতে তাপমাত্রা এক ধাক্কায় কমতে পারে মঙ্গলবার থেকে। 

  • 5/10

আবার পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে এখন এমনিতেই তাপমাত্রা কম। শীতে রীতিমতো কাঁপছে সেই সব জেলার মানুষ। আগামী কয়েকদিনেও সেই সব জেলায় তাপমাত্রা আরও কমবে। 

  • 6/10

এদিকে দিন যত যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমছে। সোমবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস। খুশির খবর হল, আগামী কয়েক দিনে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

  • 7/10

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, বুধ বা বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা কমতে থাকলেও এক ঝটকায় তা বাড়তে পারে শুক্রবার থেকে। অর্থাৎ সপ্তাহের শেষে শীতের প্রভাব কিছুটা হলেও কমবে।

  • 8/10

ফলে বড়দিনের সময় কেমন ঠান্ডা থাকবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আলিপুর আবহাওযা দফতর সূত্রে খবর, ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে। 

  • 9/10

তার কারণ, বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাস্প ঢুকে ঠান্ডার আমেজ নষ্ট করতে পারে। সে সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৬-১৭ ডিগ্রিতে। 

  • 10/10

সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়ার সম্ভবনা রয়েছে।

Advertisement
Advertisement