দিনভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। রবিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। জায়গায় জায়গায় জমেছে জল। সপ্তাহের শুরুর দিনেই নাকাল পথচারীরা।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আর সেই সঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের জেরেই বেড়েছে বৃষ্টির দাপট।
দক্ষিণবঙ্গের কলকাতায় ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে উত্তর ২৪ পরগনা,হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টিপাত হচ্ছে।
কলকাতার বেশিরভাগ গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমেছে। আমহার্স্ট স্ট্রিট,উল্টোডাঙা, রাজাবাজার, পার্ক স্ট্রিট জলমগ্ন।
কলকাতার পাশাপাশি নিউটাউনেও একাধিক রাস্তা জলের তলায়। সেক্টর ফাইভের মতো এলাকায় জল জমেছে। ফলে বিপাকে পড়েছেন বহু মানুষ।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দিনভর এমন বৃষ্টিপাত চলতে থাকবে। ফলে আরও বেশ কিছু এলাকা জলমগ্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।
সপ্তাহের শুরুর দিনই জমাজলে বিপাকে পড়েছেন বহু মানুষ। কাজে যেতেও সমস্যা হচ্ছে অনেকের।
জমা জলে থমকে যাচ্ছে যানবাহন। ফলে একাধিক জায়গায় সৃষ্টি হয়েছে যানজটও।
তবে তৎপর রয়েছে কলকাতা পুরসভা। পাম্পিং স্টেশনগুলিও সচল রাখা হয়েছে। তৈরি রয়েছে পুরসভা কর্মীরাও।