Advertisement

কলকাতা

Electric Bus: কলকাতায় নামছে আরও দেড় হাজার ইলেক্ট্রিক বাস, কবে থেকে?

Aajtak Bangla
  • 22 Apr 2022,
  • Updated 2:14 PM IST
  • 1/8

কলকাতায় ইলেকট্রিক বাসে চড়েছেন? শহরের রাজপথে এখন প্রায় ১০০টি ইলেকট্রিক বাস চলে। পরিবেশ বান্ধব এই ইলেকট্রিক বাসের সম্ভারে এবার আরও দেড় হাজার বাস যুক্ত হতে চলেছে। 

  • 2/8

তবে এর জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে শহরের বাসিন্দাদের। কারণ, সবেমাত্র এর জন্য ইজিভি ট্রান্সপোর্ট ইন্ডিয়া লিমিটেডের (EGV Transport India Limited) সঙ্গে আলোচনা চূড়ান্ত করে বরাত দিয়েছে রাজ্য সরকার।

  • 3/8

জানা গিয়েছে, দেড় হাজার ইলেকট্রিক বাসের জন্য সবমিলিয়ে প্রায় ২৫০০ কোটি টাকা খরচ হতে পারে। পরবর্তিতে ধাপে ধাপে প্রায় ৫ হাজার ইলেকট্রিক বাস নামানো হবে রাজ্যের রাস্তায়।

  • 4/8

জানা গিয়েছে, মুর্শিদাবাদের রেজিনগরের শিল্প তালুকে তৈরি হবে ইলেকট্রিক বাসের কারখানা। রাজ্য থেকেই হবে এই বাসগুলির রক্ষণাবেক্ষণের কাজ।

  • 5/8

সরকারের এই সিদ্ধান্তের ফলে অগ্নিমূল্য পেট্রোল, ডিজেলের উপর রাজ্য পরিবহণ ব্যবস্থার নির্ভরশীলতা অনেকটাই কমবে। একই সঙ্গে কমবে বাস ভাড়া, পরিবেশ দূষণের ঝুঁকি। 

  • 6/8

২০১৯ সাল থেকেই কলকাতায় চালু হয় সম্পূর্ণরূপে ভারতে উৎপাদিত ইলেকট্রিক বাসের পরিষেবা। ওয়েস্ট বেঙ্গল ট্র্যান্সপোর্ট অথরিটি (WBTC) শহরের রাস্তায় দূষণমুক্ত গণপরিবহণ হিসাবে ইলেকট্রিক বাস চালু করে।

  • 7/8

বর্তমানে এ শহরের রাজপথে ৮০-১০০টি ইলেকট্রিক বাস চালায় ওয়েস্ট বেঙ্গল ট্র্যান্সপোর্ট অথরিটি (WBTC)। আরও ১৫টি ই-বাস এ মাসের মধ্যেই চালু হওয়ার কথা রয়েছে। রাজারহাট, নিউটাউনেই আপাতত বেশি ই-বাস নামানো হবে। পরবর্তিতে কলকাতার বিভিন্ন রুটেই বাড়বে ইলেকট্রিক বাসের সংখ্যা।

  • 8/8

জানা গিয়েছে, শহরের বিভিন্ন বাস ও ট্রাম ডিপোয় ইলেকট্রিক বাসের চার্জিং স্টেশন তৈরি করা হবে। আগামী কয়েক বছরের মধ্যে শহরের রাস্তায় প্রায় ৫,০০০ ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

Advertisement
Advertisement