ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত। তার জেরে টানা বৃষ্টি হবে এরাজ্যে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাব পড়বে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে। ফলে ওড়িশাতে বৃষ্টি সবথেকে বেশি।
আমাদের রাজ্যেও ১৩ ও ১৪ তারিখ বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টি বেশি হবে।
১৪ তারিখ বৃষ্টির পরিমান বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলি ছাড়াও পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
তবে ১৫ অগাস্ট হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ১৬ তারিখে বৃষ্টি একটু কমবে। ১৭ তারিখে ফের বাড়বে।
তবে ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের বারণ করা হয়েছে সমুদ্রে যেতে।
আবার কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি মাঝারি হবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আর ১৫ তারিখ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে কাল ও পরশু বৃষ্টি সম্ভাবনা বেশি। তারপর পরিমান কমবে।
উত্তরবঙ্গে ১৫ থেকে ১৭ তারিখ হালকা বৃষ্টি হবে। তাপমাত্রাও কমবে। তারপর ফের তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।