Weather Prediction: রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নতুন একটি নিম্নচাপ। তার জেরেই বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
এদিন নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
সমুদ্র উত্তাল থাকতে পারে এই সময়ে। ফলে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।
রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সহ দুই ২৪ পরগনায়।
রবিবার দিনভর এমনটাই থাকবে আবহাওয়া। ফলে গুমোট গরম অনেকটাই কমেছে। সোমবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হতে পারে প্রবল বৃষ্টিপাত।
চলতি বর্ষার মরসুমে উত্তরবঙ্গে শুরু থেকেই প্রবল বৃষ্টিপাত হয়েছে। কিন্তু এর উল্টো ছবি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে। সেখানে তেমন বৃষ্টিপাত হয়নি।
তবে শেষ এক সপ্তাহ ধরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে।