মার্চে শুরুতেই দাবদাহ। সামনে দোলযাত্রা। দোলে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া দফতরের পূর্বাভাস।
এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন হচ্ছে না। দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঢুকছে শুষ্ক ও গরম বাতাস। ফলে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে।
বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে আকাশ আংশিক মেঘলা হতে পারে।
ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে। এর ফলে পশ্চিমবঙ্গে মেঘলা আকাশের হওয়ার সম্ভাবনা। তখন তাপমাত্রা ১ ডিগ্রি কমতে পারে।
দিঘায় অনেকেই বেড়াতে যান দিঘায়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কলকাতা শহর থেকে দূরবর্তী জেলাগুলিতে রাত বা ভোরের দিকে সামান্য তাপমাত্রা কমলেও দিনেরবেলা আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম থাকবে।
আগামী ৫ দিন উত্তরবঙ্গের দিন বা রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। বিহার সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কুয়াশা হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
কলকাতায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রির কাছাকছি। কলকাতার ক্ষেত্রে আরও ১ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।