Advertisement

পশ্চিমবঙ্গ

Weekly Weather Update: দোলের সপ্তাহে ৩৮ ডিগ্রিতে চড়বে পারদ, তবে বৃষ্টির স্বস্তি এই জেলাগুলিতে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2023,
  • Updated 7:24 AM IST
  • 1/8

তাপমাত্রার পারদ চড়ছে হুহু করে। দোলের আগেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে যাবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ৩৬ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। 
 

  • 2/8

কলকাতা শহরে  গত কয়েকদিন ধরেই সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকছে আকাশ। বেলা বাড়লে বাড়ছে রোদের তেজ। যত সময় এগোবে তত তাপমাত্রার পারদ চড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে প্যাচপ্যাচে গরম অনুভূত হবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান বেশি থাকার কারণে চড়বে তাপমাত্রা।
 

  • 3/8

দিনের তাপমাত্রা বেড়ে গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে  আবহাওয়া দফতর। রাজ্যের পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আগামী দিন দুয়েকের মধ্যে ৩৭-৩৮ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • 4/8

হাওয়া অফিস বলছে, আপাতত পশ্চিমবঙ্গের ওপরে কিংবা আশপাশে কোনও সিস্টেম নেই। উত্তর-পশ্চিম যে হাওয়া আসছে, তা তুলনামূলক গরম হওয়ায় তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। ফলে উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদ দিয়ে রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে।

  • 5/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪ থেকে ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।
 

  • 6/8

দোল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

  • 7/8

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। সকালের সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শুকনো ও গরম আবহাওয়া আগামী এক সপ্তাহ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।

 

 

 
 

 

 

  • 8/8


হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, দোলের আগে পর্যন্ত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন দেখা দেবে না। অন্যবছর হোলির আগে দক্ষিণবঙ্গের দু-এক পশলা বৃষ্টি হলেও এ বছর তেমন কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের পার্বত্যজেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশা দেখা যেতে পারে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement