দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট। হাওয়া বদলের ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। তাদের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়ার বদলের কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ। তার জেরে একাধিক জেলায় বৃষ্টি হবে।
আর সেই বৃষ্টি চলবে রাতভর। হতে পারে দিনেও। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব সবথেকে বেশি দেখা যাবে।
বাংলাদেশে ঘূর্ণাবর্তের প্রভাবে আজ মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় মেঘলা আকাশ থাকবে।
তবে আগামীকাল বুধবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সপ্তমী ও অষ্টমীর দিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে হাওয়া বদল হবে সোমবার অর্থাৎ নবমীর দিন থেকে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদলের সাক্ষী থাকবে রাজ্যবাসী।
সোমবার রাতে অর্থাৎ নবমীর রাতে এবং দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সেই জেলাগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
আবার উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় এই বৃষ্টি হবে।
কিন্তু, বৃহস্পতিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরের জেলাগুলিতে। পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।