ফের ঘূর্ণাবর্ত। এবার উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে রাজ্যের একাধিক জেলায় টানা ৫ থেকে ৬ দিন দফায় দফায় বৃষ্টি হবে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
তাদের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছ। মৌসুমী অক্ষরেখা বিহার ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে।
আর এই ঘূর্ণাবর্তের এর প্রভাবে ২৩ ও ২৪ তারিখ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি হবে। ওই দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম, হুগলি, কলকাতা ও কলকাতায়।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আজ ইতিমধ্যেই অনেকটা বৃষ্টি হয়েছে। তবে উপরে উল্লেখিত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালও ভারী বৃষ্টি হবে।
আবার ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তারপরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হাল্কা ও মাঝারি।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী ২৪ ঘণ্টায়। প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি ও বজ্রপাত হবে।
মাঝের দুই দিন বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। কিন্তু ২৭ তারিখ থেকে ফের বাড়বে।
কোথায় কোথায় ? উত্তরের উপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে বাড়বে বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।