আগামী ১-২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস শহর কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১-২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কলকাতা (Kolkata) ও দুই ২৪ পরগনায়।
যার জেরে মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।
উত্তরপূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার ৫ থেকে ৬ দিন দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছ। পাশাপাশি বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে একটি মৌসুমী অক্ষরেখা।
আরও পড়ুন - অনুব্রত-কন্যার নামে জমি? বোলপুরে রেজিস্ট্রি অফিসে CBI
এই ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গে (South Bengal) হতে পারে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টিপাত।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম, হুগলি ও কলকাতায়। এরপর ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।