রাজ্যের আবহাওয়া নিয়ে বড় খবর। সেপ্টেম্বরের শুরুতেই তোলপাড় বাংলা। কারণ, নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এই পূর্বাভাস জারি করা হয়েছে। রাতভর বৃষ্টি চলতে পারে জেলায় জেলায়।
হাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। তার জেরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রাতভর বৃষ্টি চলবে।
বৃষ্টি হবে কলকাতাতেও। কলকাতা-সহ বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামিকালও। মঙ্গলবার সকালেও কলকাতায় বৃষ্টি হয়।
বুধবারও বৃষ্টি হবে কলকাতায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস এই বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। এর জেরে সাধারণ জনজীবনে প্রভাব পড়তে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে ঝড়ও চলতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘুণাবর্তের সঞ্চালন রয়েছে। যা আগামী ২৪ ঘণ্টায় একটি নিম্নচাপ এলাকায় ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কবে বৃষ্টি কমবে ? আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
তবে উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সম্ভাবনা কম। প্রায় নেই বললেই চলে। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।