Advertisement

কলকাতা

Weather Rain West Bengal : রাজ্যে টানা মুষলধারে বৃষ্টি, বর্ষণ চলবে রাতভর; কোন জেলায়-কতদিন চলবে ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2023,
  • Updated 1:15 PM IST
  • 1/9

রাজ্যের আবহাওয়া নিয়ে বড় খবর। সেপ্টেম্বরের শুরুতেই তোলপাড় বাংলা। কারণ, নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এই পূর্বাভাস জারি করা হয়েছে। রাতভর বৃষ্টি চলতে পারে জেলায় জেলায়। 

  • 2/9

হাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। তার জেরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রাতভর বৃষ্টি চলবে। 

  • 3/9

বৃষ্টি হবে কলকাতাতেও। কলকাতা-সহ বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামিকালও। মঙ্গলবার সকালেও কলকাতায় বৃষ্টি হয়। 

  • 4/9

বুধবারও বৃষ্টি হবে কলকাতায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস এই বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। এর জেরে সাধারণ জনজীবনে প্রভাব পড়তে পারে। 

  • 5/9


আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি  করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে ঝড়ও চলতে পারে।

  • 6/9

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘুণাবর্তের সঞ্চালন রয়েছে। যা আগামী ২৪ ঘণ্টায় একটি নিম্নচাপ এলাকায় ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • 7/9


কবে বৃষ্টি কমবে ? আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

  • 8/9


বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

  • 9/9


তবে উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সম্ভাবনা কম। প্রায় নেই বললেই চলে। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 

Advertisement
Advertisement