Advertisement

কলকাতা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা

তপন কুমার নস্কর
  • কলকাতা ,
  • 17 Sep 2021,
  • Updated 6:03 PM IST
  • 1/7

নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের জেরে আগামী কয়েকদিন বৃষ্টিপাত বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। (সব ছবি প্রতীকী)

  • 2/7

আবারো দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি । পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এর ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটি আগামীকাল উড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ওপরে আসবে। 
 

  • 3/7

পাশাপাশি মৌসুমী অক্ষ রেখা জামশেদপুর দীঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের জেরে আগামী তিনদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের সর্বত্র  বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।

  • 4/7

আপাতত কয়েকদিন আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

  • 5/7

আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে। এছাড়া বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

  • 6/7

১৯ তারিখ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া ও দক্ষিণ ২৪ পরগনা বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে। কলকাতাতে আজ হালকা বৃষ্টি, আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে।

  • 7/7

১৯ তারিখ কলকাতার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সর্তকতা থাকছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা থাকছে। বাকি জেলাযগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement