আগামী দুদিনে উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ৫ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুই দিনাজপুর এবং মালদাতে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে। তবে আকাশ মেঘলা থাকবে। আগামী ২৩ তারিখের পরে উত্তরবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে।
দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
২১ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।
২৪ ঘণ্টার পরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরে আসছে।
কলকাতার ক্ষেত্রে আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে দু এক পশলা বৃষ্টি হবে। অর্থাৎ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।