Weather Update : দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা একই থাকবে। যদিও উত্তরবঙ্গের সবকটি জেলায় রয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৮ তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার খুব একটা পার্থক্য নেই। গরমের দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। যদিও বৃষ্টির আশা আপাতত নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কয়েকদিন এমনটাই থাকবে।
তবে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিকালে পরে হাওয়া থাকবে।
তবে বেলা বাড়লেই থাকবে চড়া রোদের দাপট। কিছুটা হলেও বিপাকে পড়বেন পথচারীরা।
যদিও হাওয়া অফিস জানিয়েছে, রোদের দাপট খুব বেশি থাকবে না। আপাতত মেঘলা আকাশই থাকবে।
রোদের দাপট কিছুটা কমলেও বৃষ্টির দেখা এখন পাবেন না দক্ষিণবঙ্গবাসী। ফলে গরম থেকে এখনই রেহাই মিলছে না।
আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার খুব একটা পার্থক্য হবে না বলে পূর্বাভাস হাওয়া অফিসের।